Swasthya shiksha/স্বাস্থ্যশিক্ষা class-8
স্বাস্থ্য শিক্ষা
দ্বিতীয় অধ্যায়
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণী
১) স্বাস্থ্যবিধান বলতে কী বোঝো ?
উঃ স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই এক কথায় স্বাস্থ্যবিধান বলে।
২) WHO এর পুরো কথা কি ?
উঃ World Health Organization
৩) HDI এর পুরো কথা কি ?
উঃ Human Development Index
৪) মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো ?
উঃ কোন দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে। একেই এক কথায় মানব উন্নয়ন সূচক বলে।
৫) ভারতবর্ষে শিশু মৃত্যুর হার কত ?
উঃ প্রতি হাজারে ৪০ জন ।
৬) স্বাস্থ্যবিধানের অভাবজনিত কয়েকটি রোগের নাম লেখ।
উঃ চর্মরোগ, কালাজ্বর, পোলিও, কলেরা, টাইফয়েড, টিটেনাস, আলসার, ডায়রিয়া, হেপাটাইটিস ইত্যাদি।
৭) ভারত সরকার কবে নির্মল গ্রাম পুরস্কার চালু করে ?
উঃ ২০০৩ সালে
৮) প্রথম নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয় কবে থেকে ?
উঃ ২০০৫ সালে
৯) আয়োডিনের অভাবে কি কি রোগ হয় ?
উঃ গলগন্ড, বামনত্ব
১০) একজন মানুষের দৈনিক গড়ে কত আয়োডিনের প্রয়োজন হয় ?
উঃ ১৫০ মাইকোগ্রাম
১১) আয়োডিন ঘাটতি প্রধান একটি দেশের নাম লেখ।
উঃ ভারতবর্ষ
১২) মানব শরীরে আয়োডিনের মাত্রা ঠিক রাখার জন্য কি ব্যবহার করা উচিত?
উঃ আয়োডাইজড লবণ
১৩) স্বাস্থ্য কাকে বলে ?
উঃ বিজ্ঞানসম্মত উপায়ে শরীরকে সুস্থ, সুন্দর ও নীরোগ রাখার উপায়কে স্বাস্থ্য বলা হয়।
১৫) দুটি পুনঃব্যবহারযোগ্য বর্জ্য পদার্থের নাম লেখ।
উঃ প্লাস্টিকের ব্যাগ, কাগজ
১৬) পুনঃব্যবহারযোগ্য নয়, এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখ
উঃ চায়ের ব্যাগ,
শূন্যস্থান পূরণ কর
ক) দুটি জল বাহিত সংক্রামক ব্যাধি হলো__________ এবং ___________।
উঃ ডায়ারিয়া , কলেরা
খ) নির্মল গ্রাম পুরস্কার চালু হয়____________ সালে।
উঃ ২০০৫
গ) জড়বুদ্ধি __________খনিজের অভাবে দেখা দিতে পারে।
উঃ আয়োডিন
ঘ) অপরিচ্ছন্নতার মিলিত ফল অস্বাস্থ্য ও ____________।
উঃ অশিক্ষা
ঙ) প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক ------------- সংস্থান রাখতে হবে।
উঃ আলো বাতাসের
চ) সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে___________ বিজ্ঞান।
উঃ স্বাস্থ্য
ছ) তামাকে উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক উপক্ষার _________।
উঃ নিকোটিন
জ) দরিদ্র পরিবারগুলিতে চিকিৎসা ব্যয়________ শতাংশই খরচ হয় স্বাস্থ্য বিধান এর অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়।
উঃ ৬০
ঝ) দারিদ্র্য আনে ___________।
উঃ অপুষ্টি
ঞ) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা___________ ও ____________ হতে হবে।
উঃ নিরাপদ, সুরক্ষিত
ট) গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ_____________ চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।
উঃ সিমেন্টের
রচনা ভিত্তিক প্রশ্ন উত্তরঃ
১) কোন দেশের মানব উন্নয়ন সূচক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উঃ কোন দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে অর্থাৎ সেই দেশের-
ক) শিশু মৃত্যুর হার
খ) স্বাক্ষরতার হার
গ) জনসাধারণের গড় আয়ু
ঘ) স্কুলে উপস্থিত শিশু শিক্ষার্থীর সংখ্যা
ঙ) মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট
২) মিড ডে মিল পরিচ্ছন্নতা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
উঃ ক) বিদ্যালয়ের মিড ডে মিলের থালা-বাসন ধোয়ার জন্য সুরক্ষিত জলের ব্যবহার করতে হবে।
খ) রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
গ) মিড ডে মিল খাওয়ার জায়গা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
ঘ) মিড ডে মিল রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র আনাজ সব্জি ধোওয়ার জন্য সুরক্ষিত জল ব্যবহার করতে হবে।
ঙ) মিড ডে মিল পরিবেশনের আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।
৩) সংক্রামক রোগ বিস্তারের প্রধান কারণ গুলি নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা রাখা প্রয়োজন ?
উঃক) নিরাপদ পানীয় জলের ব্যবস্থা
খ) মানুষের মল মূত্রের সঠিকভাবে নিষ্কাশন
গ) রোগবাহক পতঙ্গ নিয়ন্ত্রণ
ঘ) খাদ্য সুরক্ষা
ঙ) স্বাস্থ্যকর গৃহপরিবেশ
চ) ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা
ছ) গ্রাম পরিবেশের স্বাস্থ্য বিধান প্রভৃতি বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে হবে।
৪) বিদ্যালয়ে স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফল গুলি লেখো।
উঃ ক) উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে ।
খ) শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বারে।
গ) বিদ্যালয়ের ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়।
ঘ) বিদ্যালয় নির্মল পরিবেশ গড়ে ওঠে।
ঙ) শিশুদের অধিকার সুরক্ষিত হয়
চ) পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়।
৫) নির্মল গ্রাম গঠনের উপায় গুলি লেখ।
উঃ ক) গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোন চিহ্ন থাকবেনা।
খ) গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।
গ) পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না।
ঘ) প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে।
ঙ) খাটাল, শূকরের খামার, মুরগির পোল্ট্রি প্রভৃতি অতি ঘনবসতি পূর্ণ এলাকা থেকে দূরে রাখতে হবে।
চ) গ্রামের নলকূপ বা নদীর জল নিরাপদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ছ) গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তুলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের ওপর অধিক গুরুত্ব দিতে হবে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.