Posts

Showing posts with the label বায়ুচাপ বলয়গুলির সম্পর্কে আলোচনা

বায়ুচাপ বলয়ের পরিচয়

  ১) পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সম্পর্কে আলোচনা কর। উঃ উষ্ণতা, জলীয়বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করেছে।  ১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ঃ  অবস্থানঃ নিরক্ষর রেখার উভয় পাশে গড়ে 5° অক্ষরেখার মধ্যে এই চাপবলয়টি অবস্থিত। উৎপত্তির কারণঃক) এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।তাই এই অঞ্চলের গড় উষ্ণতা বেশি।   খ) স্থলভাগ অপেক্ষার জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি।  গ) পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু বিক্ষিপ্ত হয়। ২) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ঃ   অবস্থানঃ উভয় গলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটি অবস্থিত । উৎপত্তির কারণঃক) নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ু স্রোত রূপে নেমে আসে। খ) মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই দুটি অঞ্চলে এসে পৌঁছায়।...