পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি
মাধ্যমিক ভূগোল।। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।। WBBSE ।। geography।। madhyamik suggestion geography নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক গৃহীত মাধ্যমিক ভূগোল সিলেবাসের অন্তর্গত পশ্চিমবঙ্গ অংশ থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি উত্তর সহ এখানে আলোচনা করা হলো। প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ? যে কোন একটি ভাগের বিবরণ দাও। উত্তর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-১) উত্তরের পার্বত্য অঞ্চল ২) পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ৩) সমভূমি অঞ্চল। প্রশ্নঃ উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যাহা জানো লেখো। ভূমিকাঃ শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশ নিয়ে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল গঠিত। এই পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে - ক) তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চল খ) তিস্তার পূর্বের পার্বত্য অঞ্চল। ক) তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চলঃ সিঙ্গালিলা শৈলশিরা নেপাল ও পশ্চিমবঙ্গকে আলাদা করেছে। এখানকার উচ্চতম শৃঙ্গগুলি হল সান্দাকফু (৩,৬৩০ মিটার), সবরগ্রাম (৩, ৫৪৩মিটার), ফালুট ৩৫৯৬ মিটার। ...