Posts

Showing posts with the label পরিবেশ ও বিজ্ঞান

পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী

Image
       পরিবেশ ও বিজ্ঞান     তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন                              ষষ্ঠ শ্রেণী  ক) পূর্ণবাক্যে উত্তর দাও। ১) একটি তরল ধাতুর নাম লেখ। উঃ পারদ  ২) তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখ। উঃ গ্রাফাইট  ৩) তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম কি ? উঃ হিরে ৪) একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। উঃ বায়ু,দুধ  ৫) একটি যৌগিক পদার্থের নাম লেখ। উঃ জল ৬) ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে জ্বালানো হলে কি উৎপন্ন হয় ? উঃ ম্যাগনেসিয়াম অক্সাইড  ৭) পরমাণু কাকে বলে ? উঃ মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান থাকে, সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। ৮) বাতাসে অবস্থিত কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ। উঃ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন ইত্যাদি। ৯) প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় ? উঃ ৯৪ টি। ১০) চিনি ও জলের দ্রবণে দ্রাব ও দ্রাবক কোনটি লেখ। উঃ চিনি হল দ্রাব আর জল হল দ্রাবক। ১১) কাদাজল কোন পদ্ধতিতে জল ও কাদাকে পৃথক করবে ? উঃ পরিস্রাবণ...