Posts

Showing posts with the label বিন্দু ও সরলরেখা ছোট প্রশ্ন ও উত্তর

জ্যামিতি পঞ্চম

               বিন্দু   ১) বিন্দু কাকে বলে ? 👉 যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, এইরকম ছোট ছোট দাগকে বিন্দু বলে। ২) সরলরেখাংশ একমাত্রিক না বহুমাত্রিক ? 👉 সরলরেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। তাই সরল রেখাংশ একমাত্রিক। ৩) একটি বিন্দু দিয়ে _______ সরলরেখা আঁকা যায়। 👉 অসংখ্য  ৪) একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা___________ সরলরেখা। 👉 সমবিন্দু  ৫) তিন বা তিন এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা _________ বিন্দু। উঃ সমরেখ  ৬) যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা ____________ বিন্দু। 👉 অসমরেখ  ৭) একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখা গুলোকে__________ বলে। 👉 সমান্তরাল সরলরেখা। ৮) দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ? 👉 একটি                    ঘনবস্তু ১) ঘনবস্তু কাকে বলে ? 👉 আমাদের চারপাশে যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের প্রত্যেকটিকে ঘনবস্তু বলে। উদাহরণ - ইট, ...