Posts

Showing posts with the label লোকটা জানলোই না কবিতার প্রশ্ন উত্তর

লোকটা জানলোই না- সুভাষ মুখোপাধ্যায়

          লোকটা জানলোই না                      সুভাষ মুখোপাধ্যায় ১) লোকটা জানলোই না কবিতার কবির নাম কি ? উঃ সুভাষ মুখোপাধ্যায়  ২) বাংলা কাব্য ধারায় সুভাষ মুখোপাধ্যায় কি নামে পরিচিত ? উঃ পদাতিক কবি  ৩) সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি ? উঃ পদাতিক ৪) বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে "- এখানে বাঁদিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে ? উঃ অর্থের ভান্ডারকে বোঝানো হয়েছে। ৫) ইহকাল পরকাল - এই শব্দ দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? উঃ ইহকাল বলতে মৃত্যুর পূর্ববর্তী সময়কে বোঝানো হয়েছে আর পরকাল বলতে মৃত্যুর পরবর্তী সময়কে বোঝানো হয়েছে।  ৬) কবিতার লোকটির দু- আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল ? উঃ লোকটির প্রান  ৭) আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি ? তাকে এরকম বলার কারণ কি ? উঃ আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কবিতায় বর্ণিত লোকটির হৃদয়কে বোঝানো হয়েছে।               তাকে এরকম বলার কারণ হলো হৃদয় ছাড়া মানুষ বাঁচতে পারে না। ৮) রণপা কী ? উঃ বাস ও কা...