Dakshin America/ South America class 8/দক্ষিণ আমেরিকার
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দক্ষিণ আমেরিকা
অষ্টম শ্রেণী
অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দক্ষিণ আমেরিকা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে।
অবশ্যই তোমরা দেখে খাতায় লিখে নাও এবং মুখস্ত করে নাও।
কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।
ভূগোল
এককথায় উত্তর দাও
১) পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ?
উঃ আন্দিজ
২) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি ?
উঃ আমাজন
৩) পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উঃ অ্যাঞ্জেল
৪) পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি ?
উঃ টিটিকাকা
৫) পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি ?
উঃ দক্ষিণ আমেরিকা
৬) দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ?
উঃ আন্দিজ পর্বতের অ্যাকোনকাগুয়া
৭) দক্ষিণ আমেরিকা মহাদেশের সমভূমি অঞ্চলের নদী অববাহিকা গুলির নাম লেখ।
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদীঅববাহিকায় বিভিন্ন নামে পরিচিত -
ক) ওরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি।
খ) আমাজন নদীর অববাহিকায় সেলভা সমভূমি।
গ) পারানা-প্যারাগুয়ে নদীর অববাহিকায় গ্রানচাকো সমভূমি।
ঘ) লা-প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি।
৮) পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি?
উঃ সেলভা অরণ্য
৯) দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?
উঃ আমাজন
১০) আয়তন ও জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?
উঃ আমাজন
১১) কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম লা-প্লাটা নদী ?
উঃ পারানা,প্যারাগুয়ে ও উরুগুয়ে
১২) পম্পাস শব্দের অর্থ কি?
উঃ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র
১৩) দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার নামে পরিচিত কোন অঞ্চল ?
উঃ পম্পাস অঞ্চল
১৪) এস্টেনসিয়া কি ?
উঃ পম্পাস অঞ্চলে পশুপালনের উপযোগী পশুচারণ ভূমিকে এসটেন্সিয়া বলে।
১৫) দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত?
উঃ করডোবা
১৬) পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি ?
উঃ মাউন্ট চিম্বোরাজ
১৭) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি ?
উঃ কটোপ্যাক্সি
১৮) আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত ?
উঃ দক্ষিণ আমেরিকা
১৯) আটলান্টিক মহাসাগরের জল কিছুদূর পর্যন্ত সমুদ্রের জলের লবনতা কমে যাওয়ার কারণ কি ?
উঃ আমাজন নদী আটলান্টিক মহাসাগরে মিশেছে। এই আমাজন নদীর মোহনা অঞ্চলে বিপুল পরিমাণে স্বাদু জল সমুদ্রে মিলিত হয়। তাই এই মহাসাগরের ওই অঞ্চলে বেশ কিছুদূর পর্যন্ত সমুদ্রের জলের লবনতা কমে যায়।
২০) আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন ?
উঃ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকায় অবস্থিত।ফলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই নদী অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু। তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। এই নদীর মোহনা প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় কোন ব-দ্বীপ সৃষ্টি হয়নি।
২১) দক্ষিণ আমেরিকার কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে ?
উঃ ওরিনোকো
২২) পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ?
উঃ সেলভা অরণ্য
#কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
২২) আমাজন নদীর কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উঃ আমাজন নদী অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।
খ) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু প্রবাহের পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
গ) আমাজন অববাহিকার আয়তন ৭০ লক্ষ ৫০ হাজার বর্গ কিলোমিটার।
ঘ) আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি।
২৩) দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত এবং কেন ?
উঃ দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। অক্ষাংশগত অবস্থানের হিসাবে দক্ষিণ আমেরিকা মহাদেশটির ৭০% উষ্ণ মন্ডলে, ২০% নাতিশীতোষ্ণ মন্ডলে এবং ১০% শীতল নাতিশীতোষ্ণ মন্ডলে অবস্থিত।
২৪) দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অংশ সমুদ্র দ্বারা বেশি প্রভাবিত ? কোন অংশের জলবায়ু সমভাবাপন্ন ?
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তর অংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ এই কারণে মহাদেশের উত্তরে অভ্যন্তর ভাগে সমুদ্রের প্রভাব পড়ে না।
২৫) দক্ষিণ আমেরিকা মহাদেশে সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে ?
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশ একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়।আর শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল প্রকৃতির হয়।
২৬) দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ?
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে, কারণ দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। ফলে এখানে বৃষ্টিপাত একদমই হয়না। এই কারণে এই অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে।
২৭) সেলভা অরণ্য টীকা লেখ।
উঃ অবস্থানঃ
নিরক্ষরেখার উভয়ের পাশে বিশেষত আমাজন নদী অববাহিকাযর অধিকাংশ স্থান জুড়ে এই বনভূমি দেখা যায়।
বৃষ্টিপাতঃ
নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ সেন্টিমিটার থেকে ৩০০ সেন্টিমিটার। এখানে কোন কোন স্থানে প্রায় ১০০০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়।
উদ্ভিদঃ
সেলভা অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। এখানকার গাছগুলোর পাতা বড় এবং শক্ত। গাছগুলো ঘনসন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারেনা। যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদুয়ার মত ঢাকা আছে। এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর গাছের সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ণ, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারান্টুলা মাকড়সা, মাছি, জোঁক প্রভৃতি জন্তু দেখা যায়।
২৯) পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয় কেন ?
উঃ কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানে নদী গঠিত উর্বর পলি মৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত, কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হল গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.