আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)
#একটি আদর্শ ফুলের গঠন চিত্রসহ আলোচনা করো।
➡️ একটি আদর্শ ফুলের চারটি অংশ থাকে, যথা--বৃতি, দলমন্ডল, পুংকেশর চক্র বা পুং স্তবক এবং গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক।
১) বৃতিঃ-- এটি ফুলের প্রথম স্তবক।ইহা সবুজ বর্ণের হয়। এর প্রতিটি অংশকে বৃত্যংশ বলে।
কাজ : বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
২) দলমন্ডলঃ-- এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক একটি অংশকে দল বা পাপড়ি বলে।
দলমন্ডলের উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকর্ষণ করে।
৩)পুংকেশর চক্র বা পুং স্তবকঃ-- এটি ফুলের পুং জনন অঙ্গ তথা তৃতীয় স্তবক। পুং স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। প্রতিটি পুংকেশর পুং দন্ড ও পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙেরপরাগরেণু উৎপন্ন হয়।
৪) গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবকঃ-- এটি ফুলের স্ত্রী জনন অঙ্গ তথা চতুর্থ ও শেষ স্তবক। স্ত্রী স্তবকের এক একটি অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-গর্ভমুন্ড, গর্ভদন্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু যাকে।।
➡️ একটি আদর্শ ফুলের চারটি অংশ থাকে, যথা--বৃতি, দলমন্ডল, পুংকেশর চক্র বা পুং স্তবক এবং গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক।
১) বৃতিঃ-- এটি ফুলের প্রথম স্তবক।ইহা সবুজ বর্ণের হয়। এর প্রতিটি অংশকে বৃত্যংশ বলে।
কাজ : বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
২) দলমন্ডলঃ-- এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক একটি অংশকে দল বা পাপড়ি বলে।
দলমন্ডলের উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকর্ষণ করে।
৩)পুংকেশর চক্র বা পুং স্তবকঃ-- এটি ফুলের পুং জনন অঙ্গ তথা তৃতীয় স্তবক। পুং স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। প্রতিটি পুংকেশর পুং দন্ড ও পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙেরপরাগরেণু উৎপন্ন হয়।
৪) গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবকঃ-- এটি ফুলের স্ত্রী জনন অঙ্গ তথা চতুর্থ ও শেষ স্তবক। স্ত্রী স্তবকের এক একটি অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-গর্ভমুন্ড, গর্ভদন্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু যাকে।।
It was sooo helpful for me 😊
ReplyDelete