Posts

Showing posts with the label পরিবেশের অবনমনের ফলাফল লেখ।

পরিবেশের অবনমনের ফলাফল লেখ।

  প্রশ্নঃ পরিবেশের অবনমনের ফলাফল লেখ। উত্তরঃ পরিবেশের অবনমনের ফলাফল পরিবেশের অবনমনের ফলাফলগুলি হল - ক) প্রাকৃতিক সম্পদের হ্রাস  খ) বায়ু দূষণ, জল দূষণ ও মৃত্তিকা দূষণের প্রকোপ বৃদ্ধি  গ) খরা ও বন্যার প্রকোপ বৃদ্ধি   ঘ) ভূমিকম্প ও ধস -এর প্রকোপ বৃদ্ধি  ঙ) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন ঘটা  চ) জীববৈচিত্রের হ্রাস হওয়া  ছ) রাসায়নিক দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাওয়া  জ) সামাজিক অবক্ষয়ের পরিমাণ বৃদ্ধি  ঝ) বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়া  ঞ) ভূমির উর্বরতা হ্রাস পাওয়া ইত্যাদি। প্রশ্নঃ পরিবেশের অবক্ষয় রোধের উপায় গুলি কি কি ? উত্তরঃ  অবক্ষয় রোধের উপায় সমূহঃ পরিবেশের অবক্ষয় রোধের উপায় গুলি হল -  ক) জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে দেশের জনসংখ্যা নীতি এমনভাবে গড়ে তুলতে হবে যেন জনসংখ্যা ধারণযোগ্য স্তরে থাকে। খ) পরিবেশ শিক্ষার মাধ্যমে পরিবেশগত গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। গ) কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বাড়িয়ে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমানো। ঘ) নগরায়ন ও শিল্পায়নের হার কমানো। ঙ) অরণ্য ছেদন রোধ করে ব...