Posts

Showing posts with the label নিয়ত বায়ু কাকে বলে ? বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের গতিপথ বর্ণনা কর।

নিয়ত বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহ সমূহের গতিপথ বর্ণনা করো।

  প্রশ্নঃ নিয়ত বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহ সমূহের গতিপথ বর্ণনা করো।  অথবা, ভূমন্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ কর।   উঃ  নিয়ত বায়ুঃ            যেসব বায়ু সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট ও স্থায়ী উচ্চচাপ বলয় থেকে নির্দিষ্ট ও স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন- ক) আয়ন বায়ু খ) পশ্চিমা বায়ু ও গ) মেরু বায়ু।  ক) আয়ন বায়ুঃ                   নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রখর সূর্যরশ্মি এবং পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর গতি বিক্ষেপ ঘটে। ফলে এখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। তাই এখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। চাপের সমতা রক্ষার জন্য সারা বছর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটি বায়ুপ্রবাহ নিয়মিতভাবে এই নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়, একেই আয়ন বায়ু বলে।                    উত্তর...