Class6 History final exam questions answer
ইতিহাস ষষ্ঠ শ্রেণী প্রতিটি প্রশ্নের মান -১ ১) বিদ শব্দের অর্থ কি ? উঃ জ্ঞান ২) সব থেকে পুরনো বৈদিক সাহিত্যের নাম কি ? উঃ ঋকবেদ ৩) আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কোনটি ? উঃ ঋকবেদ ৪) সংহিতা শব্দের অর্থ কি ? উঃ সংকলন করা ৫) ঋকবেদে কোন পর্বতের উল্লেখ নেই ? উঃ বিন্ধ্য পর্বত ৬) ভরত গোষ্ঠীর রাজার নাম কি ? উঃ সুদাস ৭) বৈদিক যুগের দুটি করের নাম লেখ উঃ ভাগ ,বলি ৮) বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখ। উঃ নিষ্ক, শতমান ৯) একটি রাজতান্ত্রিক মহাজনপদ এর নাম লেখ। উঃ মগধ ১০) দুটি গণরাজ্যের নাম লেখ। উঃ বৃজি, মল্ল ১১) মগদের বর্তমান রাজধানী কোথায় ? উঃ পাটলিপুত্র ১২) বজ্জিদের রাজধানী কোথায় ? উঃ বৈশালী ১৩) মল্লদের দুটি রাজ্য কি কি ? উঃ পাবা ও কুশিনগর ১৪) মোট কতজন তীর্থঙ্ক করছিলেন ? উঃ ২৪ জন ১৫) জৈন সন্ন্যাসীদের নেতা কে ছিলেন ? উঃ ভদ্রবাহু ১৬) গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ? উঃ কপিলাবস্তু রাজ্যের শাক্য বংশে...