সবুজ জামা কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণি
সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায় ক) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ১) তোতাই বাবুর সবুজ জামা চাই কেন ? উঃ তোতাই বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়। তাই তোতাই বাবুর সবুজ জামা চাই। ২) সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে ? উঃ সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে । ৩) সবুজ জামা আসলে কি ? উঃ গাছের সবুজ জামা বলতে সবুজ পাতাকে বোঝানো হয়েছে। পাতা যেমন তাদের জীবন ধারণের সাহায্য করে তেমনি তোতাই বাবুর সবুজ জামা তার প্রাণশক্তির প্রতীক হয়ে উঠবে। ৪)" এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা"- এখানে কোন খেলার কথা বলা হয়েছে ? উঃ এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে শিশুদের এক পায়ে ছুটে ছুটে এক রকমের খেলার কথা বলা হয়েছে। ৫) তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে ? উঃ তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে। আর তার কোলে ঝড়ে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল। আ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ ১) সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জা...