কানাডীয় শিল্ড অঞ্চল

  কানাডীয় লিল্ড অঞ্চল 

উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

                উত্তর আমেরিকা মহাদেশ 

১) কানাডীয় অঞ্চল বলতে কী বোঝো ?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করেছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। 

২) পৃথিবীতে মোট কয়টি শিল্ড অঞ্চল আছে ?
উঃ ১১ টি 

৩) শিল্ড কথার অর্থ কি ?
উঃ শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড 

৪) কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি ?
উঃ লরেন্সীয় মালভূমি।

৫) কানাডীয় শিল্ড অঞ্চল কোন শিলা দ্বারা গঠিত ?
উঃ গ্রানাইট এবং নিস। 

৬) পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তোলক অঞ্চলের নাম কি ?
উঃ উডবেরি 

৭) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি অঞ্চলের নাম কি ?
উঃ টিমিনিস 

৮) কাগজ শিল্পে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ ?
উঃ কানাডা 

৯) আয়তনে বিশ্বের বৃহত্তম বনভূমির নাম কি ?
উঃ তৈগা 

১০) পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি ?
উঃ বাফেলো 

১১) পৃথিবীর রবার রাজধানীর নাম কি ?
উঃ অ্যাক্রন 

১২) পৃথিবীর কসাইখানা বলা হয় কাকে ?
উঃ শিকাগো 

১৩) বৃহত্তম মোটরগাড়ির নির্মাণ কেন্দ্রটির নাম কি ?
উঃ ডেট্রয়েট 


১৪) কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন ? 

উঃ কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। ইহা প্রধানত গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয় কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। ফলে এই অঞ্চলের বেশিরভাগ অংশই ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে। তাই এই অঞ্চলে বেশিরভাগ অংশে অসংখ্য হ্রদ দেখা যায়।

১৫) কানাডীয় শিল্ড অঞ্চলটি কাষ্ঠ শিল্পের উন্নত কেন ?

উঃ কাষ্ঠ বা কাগজ শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। কানাডার শিল্ড অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি অবস্থান করেছে। এই অঞ্চলে কাষ্ঠ শিল্প গড়ে ওঠার কারণ গুলি হল-
 
কাঁচামালঃ 
         কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হলো কাঠ। এই অঞ্চলে অবস্থিত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি থেকে প্রচুর পরিমাণে নরম কাঠ পাওয়া যায়।

পরিবহনের সুবিধাঃ 
          শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে আসে। নদীর তীরবর্তী কাঠ চোরাই কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয়। ফলে পরিবহনের খরচ খুব কম হয়।

জলবিদ্যুৎঃ 
         শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে খুব সহজেই জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়।

শ্রমিকঃ 
        কানাডীয় শিল্ড অঞ্চলে অতি সুলভ মূল্যে দক্ষ শ্রমিকের যোগান থাকায় এই অঞ্চলে কাষ্ঠ শিল্পকে গড়ে উঠতে সাহায্য করেছে।

উন্নত প্রযুক্তিঃ 
       এই অঞ্চলে গড়ে ওঠা কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিতে যন্ত্রপাতি ব্যবহার করে কাঠ চোরাই করা হয়।

             এইসব কারণের জন্যই এই অঞ্চলে কাষ্ঠশিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। 

১৬) কানাডীডয় শিল্ড অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি আলোচনা কর।

উঃ কানাডার শিল্ড অঞ্চল কৃষি কাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ থাকার ফলেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে এর প্রধান কারণ গুলি হল-
ক) এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ বর্ণ পশুর লম চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা থাকায় এখানে শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে।
খ) কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা এই অঞ্চলে শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে।
গ) স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা।

ঘ) শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ থাকার কারণে এই অঞ্চলে শিল্পোন্নতিতে সাহায্য করেছে।

খনিজ সম্পদের নাম                       উত্তলক অঞ্চল
  নিকেল                                            সাববেরি, থমসন
  সোনা                                               টিমিনিস
  আকরিক লৌহ                                 নিউফাউন্ডল্যান্ড
  ইউরেনিয়াম                                    অন্টারিও ও সুপেরিয়র                                                        হ্রদের নিকটবর্তী অঞ্চল।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)