Posts

Showing posts with the label সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়

সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর

ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা: খ্রিস্টীয় সপ্তম দ্বাদশ শতক          ইতিহাস সপ্তম শ্রেণি            (তৃতীয় অধ্যায়) প্রশ্নঃ পাল ও সেন যুগে অর্থনীতি কেমন ছিল ?  উঃ পাল ওসেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি শিল্প ও বাণিজ্য। এ বিষয়ে নিম্নে আলোচনা করা হলো। কৃষিঃ পাল ও সেন যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। প্রতিটি গ্রামে কৃষিজমি ওগোচরণ জমি ছিল। এই যুগে রাজারা উৎপন্ন ফসলের ১/৬ কৃষকদের কাছ থেকে কর হিসাবে নিতেন। এর পাশাপাশি রাজারা নিজেদের জন্য ফুল ফল কাট প্রভৃতি প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বাণিজ্যঃ পালোসেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব কমে এসেছিল। বনিকরাও তাদের ব্যবসা-বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই যুগে সোনা রুপার ব্যবহার কমে গিয়েছিল। কড়ি ছিল জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম। শিল্পঃ শিল্প দ্রব্যের মধ্যে কার্পাস বস্তু ছিল প্রধান। এই যুগে হস্তশিল্প ছিল উল্লেখযোগ্য। এই যুগে কাপড়ের খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল। অন্যান্য সুবিধাঃ পাল ও সেন যুগে গৃহপালিত ও বন্য পশুদের মধ্যে ছিল গ...