ইতিহাস অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায়
প্রশ্নঃ ওয়ারেন হেস্টিংস এর আমলে ভূমি রাজস্ব বন্দোবস্ত গুলি উল্লেখ করো। উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের পর রাজস্ব ব্যবস্থার সম্পর্কে ইংরেজ কর্মচারীদের কোন অভিজ্ঞতা না থাকায় লর্ড ক্লাইভ প্রচলিত রাজস্ব ব্যবস্থা বহাল রেখেছিল এবং দুজন নায়ক দেওয়ানকে রাজস্ব আদায়ের ভার দিয়েছিলেন। হেস্টিংস এর রাজস্ব সংক্রান্ত পদক্ষেপঃ ওয়ারেন হেস্টিংস প্রথমে দুই অত্যাচারী রাজস্ব সংগ্রহকারী নায়েব দেওয়ান রেজা খাঁ ও সিতাব রায়কে বরখাস্ত করেন। তার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। এই সময়ে রাজস্ব ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য একটি বোর্ড অফ রেভিনিউ গঠন করার পাশাপাশি রাজস্ব আদায়ের জন্য নতুন ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করা হয় এরা কালেক্টর নামে পরিচিত ছিলেন। ক) পাঁচশালা বন্দোবস্তঃ ওয়ারেন হেস্টিংস এর আমলে রাজস্বের পরিমাণ স্থির করার জন্য এব...