Posts

Showing posts with the label বাংলা প্রত্যয়

প্রত্যয়

              প্রত্যয়                বাংলা ব্যাকরণ ১) প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি ? উঃ ধাতু বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।        প্রত্যয় দুই প্রকার, যথা- কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ২) কৃৎ প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও। উঃ ধাতুর সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন- গম + তব্য = গন্তব্য  ৩) তদ্ধিত প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও। উঃ শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।যেমন- গঙ্গা + ষ্ণেয় = গাঙ্গেয়  ৪) প্রত্যয় শব্দের অর্থ কি ? উঃ বিশ্বাস  ৫) শব্দের অপকর্ষ কাকে বলে ? উদাহরণ দাও। উঃ ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হওয়ার তখন শব্দের মধ্যে স্বরের (গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ) পরিবর্তন ঘটে। এই তিন ধারাকে একত্রে অপকর্ষ বলে। ৬) প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখ। উঃ  ৭)  ৭) নিচের শব্দগুলির প্রত্যয় নির্ণয় কর। গন্তব্য - গম্ + তব্য  বক্তব্...