কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন ও উত্তর।। সপ্তম শ্রেণী।। বাংলা ।।
কুতুব মিনারের কথা সৈয়দ মুজতবা আলী কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন ও উত্তর।। সপ্তম শ্রেণী।। বাংলা ।। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারের নাম কি ? উঃ কুতুব মিনার ২) ইংরেজ পর্যন্ত একথা স্বীকার করেছে - ইংরেজরা কোন কথা স্বীকার করেছে ? উঃ কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজরাও একথা স্বীকার করেছেন। ৩) কুতুব মিনার কটি তল বিশিষ্ট ? উঃ পাঁচ ৪) কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তল কে মেরামত করে দিয়েছিলেন ? উঃ ফিরোজ তুঘলক ৫) অশোক স্তম্ভ দিল্লিতে আনেন কে ? উঃ ফিরোজ তুঘলক ৬) কুতুব মিনারের শিল্পী সফল হয়েছেন কেন ? উঃ কুতুব মিনারটিকে সামঞ্জস্য রেখে কয়েকটি তলাতে বিভক্ত করে, কয়েকটি ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং বাঁশি ও কোনের নকশা কেটে কুতুব মিনারের শিল্পী সফল হয়েছেন। ৭) কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন ? উঃ আলাউদ্দিন খিলজী ৮) মিনার কি ? উঃ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায...