Posts

Showing posts with the label Health and physical education class 5

স্বাস্থ্য ও শারীরশিক্ষা পঞ্চম শ্রেণী health & physical education

             পথ নিরাপত্তা  A. বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে বার কর। ১) রাস্তা পার হওয়ার সময় কি করতে হয় ? ক) চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়  খ) ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়  গ) বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়  ঘ) সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়।  ২) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয় ? ক) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে খ) জেব্রা ক্রসিং দিয়ে  গ) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে । ঘ) কার্ভ এলাকা দিয়ে ৩) জেব্রা ক্রসিং- এ কি রংয়ের দাগ থাকে ? ক) লাল সাদা দাগ থাকে  খ) সাদাকালো দাগ থাকে গ) হলুদ দাগ থাকে  ঘ) সাদা ডটের দাগ থাকে ৪) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে ? ক) লাল জ্বললে  খ) হলুদ জ্বললে  গ) সবুজ জ্বললে  ঘ) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে  ৫) যদি ট্রাফিকের লাল আলোর সংকেত বন্ধ হয়ে হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কি করতে হবে ? ক) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে  খ) গাড়ি চালাবার জন্য প্রস্তু...