Posts

Showing posts with the label বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন ও উত্তর

বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় অষ্টম শ্রেণী বাংলা

       বনভোজনের ব্যাপার              নারায়ণ গঙ্গোপাধ্যায়  নীচের প্রশ্নগুলির উত্তর দাও।  ১) বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত "বনভোজনের ব্যাপার" গল্পে টেনিদা, হাবুল, প্যালারাম আর ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। ২) বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ? উঃ বনভোজনের জায়গা হিসাবে তারা ক্যাবলার মামাবাড়ি ঠিক করে নিয়েছিল। ৩) বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে ? উঃ শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইআটি ছাড়িয়ে আরো চারটি স্টেশন পর নামতে হবে ।তারপর পায়ে হেঁটে প্রায় মাইল খানেক গেলে বনভোজনের জায়গায় পৌঁছাতে পারবে। ৪) রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল ? উঃ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল গল্পের কথক প্যালা। ৫) বনভোজনের বেশিরভাগ সামগ্রিক কারা সাবাড় করেছিল ? উঃ বনভোজনের বেশিরভাগ সামগ্রী ৫-৬ টি বাঁদরের একটি দল সাবাড় করে দিয়েছিল। ৬) কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনের পরিণত হলো? উঃ বনভোজনের খাবার হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে বনভোজন ফলভোজন...