Posts

Showing posts with the label অধীনতা মূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতি

অধীনতা মূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতি অষ্টম শ্রেণী ইতিহাস

  ১) অধীনতামূলক মিত্রতা নীতিঃ টীকা লেখ উঃ ইংরেজরা যে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল তা নয়,তারা অনেক ক্ষেত্রে নানা ছলনার আশ্রয় নিয়েছিল। যেখানে যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় করতে অসুবিধা হতো সেখানে তারা কূটনীতির আশ্রয় গ্রহণ করতেন। তেমনই একটি নীতি হলো অধীনতামূলক মিত্রতা নীতি। ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই নীতি প্রবর্তন করেছিলেন। নীতির শর্তঃ   কোন দেশীয় রাজা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলে তাকে কয়েকটি শর্ত পালন করতে হতো। যেমন- ক) মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হবে। খ) সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলি নিজেদের খরচে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হবে। গ) মিত্র রাজ্যগুলির বৈদেশিক নীতি ইন্ডিয়া কোম্পানি ধারণ করবে। ঘ) চুক্তিবদ্ধ রাজ্যে ব্রিটিশ ছাড়া অন্য সমস্ত ইউরোপীয়কে তাড়িয়ে দিতে হবে। ঙ) এইসব বশ্যতার বিনিময় কোম্পানি সেই রাজ্যকে অভ্যন্তরীণ বিদ্রোহ বৈদেশিক আক্রমণ ও অন্যান্য বিপদ থেকে রক্ষা করবে। রাজ্য দখলঃ         এই নীতি সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। এরপর অযোধ্যা ,...