Posts

Showing posts with the label এককথায় প্রকাশ

এককথায় প্রকাশ

এককথায় প্রকাশ, নীচে কিছু উদাহরণ দেওয়া হল: ১) যে প্রথম জন্মেছে--অগ্রজ ২) যে পরে জন্মগ্রহণ করেছে---অনুজ ৩) যে উপকারীর উপকার স্বীকার করে না---অকৃতজ্ঞ ৪) যাতে বেতন লওয়া হয় না---অবৈতনিক ৫) বোধ নেই যার---নির্বোধ,অবোধ ৬) যে হিসাব করে ব্যয় করে না---অমিতব্যয়ী ৭) যে সইতে পারে না---অসহি ৮) যে জমির উৎপাদিকা শক্তি নেই---উষর, অনুর্বর ৯) যে পুরুষ বিয়ে করেনি---অকৃতদার ১০) যে নারীর বিয়ে হয়নি---অনুঢ়া ১১) যে মায়া বা কাপট্য জানে না---অমায়িক ১২) যার কোথাও ভয় নেই---অকুতোভয় ১৩) যার শত্রু জন্মেনি---অজাতশত্রু ১৪) যার নাম জানা নেই---অজ্ঞাতনামা ১৫) যা পূর্বে কখনও দেখা যায়নি---অদৃষ্টপূর্ব ১৬) যা বচনের দ্বারা প্রকাশ করা যায় না---অনির্বচনীয় ১৭) যে বিদেশে থাকে না---অপ্রবাসী ১৮) যার বিনাশ নেই---অবিনাশী ১৯) যে বিবেচনাপূর্বক কাজ করে না---অবিবেচক ২০) যা লঙ্ঘন করা যায় না---অলঙ্ঘ্য ২১) যার কুলশীল জানা নেই---অজ্ঞাতকুলশীল ২২) যা দিতে পারা যায় না---অদেয় ২৩) যার পুত্র জন্মেনি---অপুত্রক ২৪) যা পরিমাপ করা যায় না---অপরিমেয় ২৫) যার অন্য কোনো উপায় নেই---অনন্যোপায় ২৬) যা প্রমাণ করা যায় না---অপ্রমেয় ২৭) যা ভাগ করা যায় না---অবি...