Posts

Showing posts with the label জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী

জ্ঞানচক্ষু - আশাপূর্ণা দেবী

 ১) "তোমার গল্প তো দিব্যি হয়েছে"- কে কাকে উক্তিটি করেছে ? উঃ ছোট মেসো তপনকে উক্তিটি করেছে। ২) কারেকশান শব্দের অর্থ কি ? উঃ সংশোধন  ৩) তপন প্রথমটা ভাবে ঠাট্টা - তপন কোনটাকে ঠাট্টা বলে মনে করে ? উঃ তপনের গল্পটিকে দেখে যখন তার ছোট মেসো বলেন একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া চলে। এ কথাকেই তপন প্রথমে ঠাট্টা বলে মনে করেছিল।  ৪) মেসর উপযুক্ত কাজ হবে সেটা "- মেসোর উপযুক্ত কাজটি কি ? উঃ তপনের লেখা গল্পটিকে ছাপিয়ে দেওয়া। ৫) ছোট মেসো কোন পত্রিকায় লিখতেন ? উঃ সন্ধ্যাতারা  ৬) তপনের হাত আছে - হাত আছে বলতে কী বোঝানো হয়েছে ? উঃ গল্প লেখার দক্ষতা বা ভাষার দখলকে বোঝানো হয়েছে। ৭) তপনের গল্পের বিষয় কি ছিল ? উঃ তপনের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। ৮) তপনের বয়সের ছেলেমেয়েরা কি বিষয়ে গল্প লেখে ? উঃ রাজা রানীর গল্প, নয়তো খুন, জখম, এক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া এইসব নিয়ে গল্প লেখে। ৯) তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় - বিহবল দৃষ্টিতে তাকানোর কারন কি ? উঃ তপনের গল্প দেখে যখন তার ছোট তারিফ করে বলেন এটা খুব ভালো। ওর হবে। এ কথা শুনে তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। ১০) শুধু এ...