Posts

Showing posts with the label anganwadi question answer

Icds exam questions answer

 প্রশ্নঃ ICDS এর পুরো কথাটি কি ? 👉 Integrated Child Development Services প্রশ্নঃ ICDS - এর বাংলা অর্থ কী ? 👉 সুসংহত শিশু বিকাশ প্রকল্প  প্রশ্নঃ ICDS প্রকল্পটি ভারতবর্ষে কবে চালু হয় ? 👉 ১৯৭৫ সালের ২ অক্টোবর প্রশ্নঃ ICDS প্রকল্পের উদ্দেশ্য কি ? 👉 ৬ বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সহযোগী পরিষেবা দেওয়া। প্রশ্নঃ ICDS প্রকল্পটি স্পনসর করেন কে ? 👉 কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা হয়। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি দ্বারা কার্যকর করা হয়। প্রশ্নঃ ICDS প্রকল্প দ্বারা কি কি পরিষেবা প্রদান করা হয় ? 👉 পরিপূরক পুষ্টি, টিকা, স্বাস্থ্য পরীক্ষা, অপ্রথাগত শিক্ষা ইত্যাদি। প্রশ্নঃ ICDS পরিষেবা কারা পায় ? 👉 ০-৬ বছরের শিশুরা, গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া মহিলারা। প্রশ্নঃ প্রাক বিদ্যালয় শিক্ষা দেওয়া হয় কত বছরের শিশুদের ? 👉 ৩ - ৬ বছর  প্রশ্নঃ জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় ? 👉 প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশ্নঃ বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ? 👉 ১৬ অক্টোবর প্রশ্নঃ বিশ্ব স্বাস্...