শক্তি দম্ভ স্বার্থ লোভ Bengali compulsory 1st semester Burdwan University
শক্তি দম্ভ স্বার্থ লোভ ৯২ সংখ্যক কবিতা শক্তি দম্ভ স্বার্থ লোভ মারীর মতন দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভূবন। দেশ হতে দেশান্তরে স্পর্শবিষ তার শান্তিময় পল্লী যত করে ছারখার। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপোবনতলে। বস্তুভারহীন মন সর্ব জলে স্থলে পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পশিত আত্মীয়রূপে। আজি তাহা নাশি চিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি, তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর, শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। বিষয় সংকেত: ক) 'শক্তি দস্ত স্বার্থ লোভ' কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের ৯২ সংখ্যক কবিতা। খ) ৯২ সংখ্যক কবিতাটি স্তোত্রধর্মী গীতি কবিতা। গ) কবিতাটি ১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়। ঘ) কবিতাটি চতুর্দশপদী প্রবহমান পয়ার আঙ্গিকে লেখা। বিকল্পভিত্তিক সঠিক উত্তর নির্বাচন ১। 'শক্তি দন্ত স্বার্থ লোভ' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? (ক) ক্ষণিকা (খ) পুনশ্চ (গ) শিশু (ঘ) নৈবেদ্য উঃ নৈবেদ্য ২। '...