Posts

Showing posts with the label তালনবমী গল্পের প্রশ্ন ও উত্তর

তালনবমী- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

                  তালনবমী            বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় A. তালনবমী গল্পের প্রশ্ন উত্তর  ১) তালনবমী গল্পটি কার লেখা ? উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ২) তলনবমী গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে ? উঃ তালনবমী বই থেকেই নেওয়া হয়েছে। ৩) তালনবমী গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে ? উঃ ভাদ্র মাস  ৪) "ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি"- কারণ কি ? উঃ ভাদ্র মাসে দিন ১৫ একটানা বর্ষা চলেছে। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। দু-চার ঘর শিষ্যযজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। জশমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। বর্ষা আশায় কাজকর্ম না থাকায় তার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। ৫) ক্ষুদিরামের কটি ছেলে ? তাদের নাম কি ? উঃ ক্ষুদিরামের দুটি ছেলে।                তাদের নাম নেপাল ও গোপাল।  ৬) নেপালের বয়স কত ? উঃ বারো বছর ৭) গোপালের বয়স কত ? উঃ দশ বছর ৮) দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছিল কেন ? উঃ কদিন থেকে পেট ভরে খেতে না পে...