একাদশ শ্রেণীর বাংলা কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর

           কর্তার ভূত 

                   রবীন্দ্রনাথ ঠাকুর


১) বুলবুলির ঝাঁক ও বর্গী দলকে মাসি পিসি কি শোনাবেন ?

উঃ কৃষ্ণ নাম।

২) কারোর জন্য মাথা ব্যথা ও নেই কারণ কি ?

উঃ মাথা নেই তাই মাথা ব্যথাও নেই।

৩) সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটানুরা চলত কিসের মধ্য দিয়ে ?

উঃ ঘাসের মধ্য দিয়ে।

৪) অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে কথাটি কে বলেছেন?

উঃ শিরোমনি চূড়ামণি।

৫) ভুতের দেশে ওঝা ডাকার চিন্তা নেই কারন‌ কী ?

উঃ এখানে ওঝাকে আগেভাগে ভূতে পেয়ে বসেছে।

৬) হুঁশিয়ার যারা তারাই অসুচি  কে বলেছেন ?

উঃ শিরোমনি চুরামণী।

৭) কর্তার ভূত গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উঃ লিপিকা।

৮) ভূতের রাজত্বে অন্ন বস্ত্র না থাকলেও কি থাকে ?

উঃ শান্তি থাকে।

৯) কাকে মানলেই সর্বদা ভাবনা থাকে?

উঃ ভবিষ্যৎকে।

১০) ভূতগ্রস্থ দেশের লোক কিভাবে চলে?

উঃ চোখ বুজে চলে।

১১) বুলবুলিরা কিসের ভয়ে হুঁশিয়ারদের কাছে ঘেসে না? 

উঃ প্রায়শ্চিত্তের ভয়ে।

১২) শুনে আরো মনে দুঃখ হল দুঃখ হওয়ার কারণ কি ?

উঃ দুঃখ হওয়ার কারণ হলো সে মরে গেলে এদের ঠান্ডা রাখবেকে 

১২) দেশের লোক ভারি নিশ্চিত হলো কারণ কী ?

উঃ দেবতার দয়ায় কর্তা ভূত হয়ে তাদের ঘারে চাপবে।

১৩) কারা ভূতের রাজ্যে শান্তিতে ব্যাঘাত ঘটায় ?

উঃ পৃথিবীর অন্য সব ভূত না পাওয়ার


কমবেশি ১৫০ টি শব্দে উত্তর দাও।

১) "ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া "-এখানে কে কাদের অবোধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলোচনা কর।

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "কর্তার ভূত" গল্পে বুড়োকর্তা দেশের দু একজন লোককে অবোধ বলে সম্বোধন করেছেন।

        দেশের মানুষ সাধারণভাবে ভুতের শাসনে নিশ্চিন্ত থাকলেও দু - একজনের ভাবনা-চিন্তা একই খাতে চলে না। দিনের বেলায় যারা নায়েবের ভয়ে চুপ করে থাকে, তারাই রাতে বুড়ো কর্তার কাছে হাতজোড় করে দাঁড়ায়। তারা জানতে চায় যে, তাদের ছেড়ে যাওয়ার সময় কি এখনো হয়নি। তখনই বুড়ো কর্তা আলোচ্য মন্তব্যটি করেছেন

        ভয়ের মধ্যেই ভুতের বাস। আর ভূত হল কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতীক। সেই কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে আঁকড়ে থাকা মানুষ নিজের যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে এক পরাধীন জীবনযাপন করতে পছন্দ করে। সেখানে চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। যারা হুঁশিয়ার তারাই অশুচি। হুঁশিয়ারদের প্রতি উদাসীন থাকাটাই সেখানকার রীতি। ফলে ভূতের শাসন সর্বগ্রাসী হয়ে ওঠে। স্বভাব দোষে যারা নিজস্ব ভাবনা ভাবতে যায় না তারাই ভূতের কানমোলা খায় । মানুষের কুসংস্কার, অন্ধত্ব আর তা থেকে জন্ম নেওয়া ভয়কে অবলম্বন করে ভূতের শাসন চলতেই থাকে।

২) 'কর্তার ভূত' কি নিছক ভূতের গল্প, নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা সহ লেখ। 

উঃ 




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)