বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী নানা রকম শব্দ প্রশ্ন উত্তর
বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হয়েছে। ১) শব্দ কাকে বলে ? উঃ দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। ২) পদ কাকে বলে ? উঃ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ৩) হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ? উঃ যে হরণ করে। ৪) পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ? উঃ যে পাঁকে জন্মায়। ৫) হরিণ ও পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ লেখ। উঃ হরিণ শব্দের প্রচলিত অর্থ - একটি বিশেষ প্রাণী বা মৃগ। পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ - পদ্ম ৬) যৌগিক শব্দ কাকে বলে ? উদাহরণ দাও। উঃ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন - স্মরণীয়, গায়ক ইত্যাদি। ৭) রূঢ় শব্দ কাকে বলে ? উদাহরণ দাও। উঃ যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোন...