হযবরল সুকুমার রায় বাংলা গল্প
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হ য ব র ল সুকুমার রায় ১৫ পৃঃ থেকে ২৭ পৃঃ পর্যন্ত পূর্ণবাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান - ১ ১) বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?- কার উক্তি? উঃ সুকুমার রায়ের "হ য ব র ল " গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হল কাক। ২) শ্রীকাকেশ্বর কুচকুচের বাসস্থান কোথায় ? উঃ ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটি। ৩) হিজ বিজ বিজ- এর শ্বশুরের নাম কি ? উঃ বিস্কুট ৪) কাকের বয়স গোনার পদ্ধতিটা কেমন ? উঃ চল্লিশ বছর হলেই বয়স ঘুরিয়ে দেয় তখন আর ৪১,৪২ হয় না 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে। ৫) "আমার বয়স তো কত উঠল নামল আবার উঠলো"- উক্তিটি কার ? তার বর্তমান বয়স কত ? উঃ উক্তিটির বক্তা হলো কাক। তার বর্তমান বয়স ১৩। ৬) কাকের হ্যান্ডবিলে কি লেখা ছিল ? উঃ ...