Posts

Showing posts with the label পথের পাঁচালী গল্পের প্রশ্ন ও উত্তর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর

 ১) যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু কি করত ? উঃ একটা বাখারি অথবা হালকা কোন গাছের ডালকে অস্ত্র স্বরূপ হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে অথবা বাইরের উঠানে ঘুরে বেড়ায় ও আপন মনে যুদ্ধ যুদ্ধ খেলে আশ মেটাতো। ২) কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সবথেকে বেশি অবাক হয়েছিল ? উঃ খরগোশ  ৩) দুর্গা কিসের নোলক পড়তে ভালোবাসে ? উঃ ওড়কলমি ৪) দুপুরে খাওয়ার পর অপু কি করত ? উঃ হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনতো। ৫) হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল ? উঃ নবীন পালিত ৬) রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি ? উঃ  আশালতা  ৭) হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা?- কার উক্তি ?  উঃ প্রসন্নগুরু মশাই কথাটি বলেছেন অপুকে, উদ্দেশ্য করে। ৮) বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না"।- কার পাঠশালার কথা বলা হয়েছে ?  উঃ প্রসন্ন গুরুমহাশয়ের পাঠশালার কথা বলা হয়েছে। ৯) ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়ো"- কে, কার কাছে এই প্রার্থনা করেছেন ?  উঃ অপুর মা সর্বজয়া সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলা...