Posts

Showing posts with the label ভাবসম্প্রসারণ

বাংলা ভাবসম্প্রসারণ

  ১) নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস           ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।  নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে,           যাহা কিছু সুখ সকলি ও-পারে। ভাবসম্প্রসারণঃ নদী তার উৎস স্থল থেকে ভূখণ্ডের বুক চিরে প্রবাহিত হয়। ফলে আপাতদৃষ্টিতে ভূখণ্ডের উপরিভাগ দুটি খন্ডে বিভক্ত হয়ে পড়ে এবং মাঝে বয়ে চলে প্রবাহমান জলরাশি। নদীর এক তীর অপর তীরের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে নিজের খারাপ ভাগ্য মনে করে ভারাক্রান্ত মনে বলে , ওপারে সকল সুখ ও পরম শান্তি বিরাজ করেছে। আবার অপর তীর এই তীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে একই কথা বলে।            এই জগতে কেউ সুখী নয়। সকলেই অতৃপ্ত। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে কোন মানুষ সন্তুষ্ট থাকতে পারে না। সকলেই মনে করে তারই জীবন কেবল যন্ত্রণাময়। অন্যের জীবন তার চেয়ে মনোরম। দরিদ্ররা মনে করে ধনী ব্যক্তিরাই সুখী আবার ধনী ব্যক্তি মনে করে দরিদ্ররাই প্রকৃত সুখী। এই অতৃপ্তির জন্যই মানুষ তার নিজের জীবনকে ঠিকমতো উপভোগ করতে পারে না। তাই জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে মেনে নেওয়...