উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল ও জলবায়ু
উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল ও জলবায়ু সম্পর্কে আলোচনা
১) উত্তর আমেরিকা মহাদেশের সমুদ্রস্রোত কোথাও শীতল আবার কোথাও উষ্ণ হয় কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশে শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর-পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ-পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূলভাগ ঠান্ডা হয়। আবার মহাদেশটির দক্ষিণ পূর্বের প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ওই অঞ্চলের উপকূলভাগের জলবায়ু উষ্ণ থাকে।
২) ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয়ে যায় কেন ?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে অ্যাপালোশিয়ান পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকে কর্ডিলেরা উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ার ফলে মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম হয়। এই মহাদেশটির উত্তর দিক থেকে হিম শীতল মেরুবায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। এর ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয়ে যায়।
৩) রকি পর্বতের পূর্বঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় কেন ?
উঃ বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। এর ফলে বড় গাছপালার বদলে ঘাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাই এই অঞ্চলে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়।
৪) টীকা লেখঃ প্রেইরি তৃণভূমি
উঃ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রেইরি তৃণভূমি অবস্থিত। বসন্তকালে বরফ গলে গেলে এই তৃণভূমিতে আলফা আলফা তৃণ, ক্লোভার ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত।
সমগ্র প্রেইরী অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তর অংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয় তাই এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত।
৫) পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন ?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলে অবস্থিত প্রেইরি তৃণভূমি অঞ্চল পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত।
প্রেইরি তৃণভূমি অঞ্চলের উত্তরে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। আবার বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে, এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি।
৬) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ গুলি লেখ।
উঃ উত্তর আমেরিকা মহাদেশের সুপিরিয়র, মিশিগান, ইরি ও অন্টারিও এই পাঁচটি বৃহৎ হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। এই হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করা হলো।
খনিজ সম্পদঃ
উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে আকরিক লোহা ও কয়লা খনির সান্নিধ্য থাকায় এই অঞ্চল শিল্পোন্নতির পক্ষে সহায়ক হয়ে উঠেছে।
মূলধনঃ পর্যাপ্ত মূলধনের সহায়তায় এই অঞ্চল শিল্পোন্নতিতে যথেষ্ট উন্নত লাভ করেছে।
জলবিদ্যুৎঃ এখানকার খরস্রোতা নদীগুলি থেকে এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপন্ন হয়।
পরিবহন ব্যবস্থাঃ হ্রদ অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়ক পথ প্রভৃতি এই অঞ্চলে জলের মতো ছড়িয়ে আছে।
শ্রমিকঃ হ্রদ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার ফলে এখানে পর্যাপ্ত পরিমাণে সুলভমূল্যে শ্রমিক পাওয়া যায়।
উপরি উক্ত কারণগুলির সহযোগিতায় হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে।
৭) হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান কি ?
উঃ হ্রদ অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায়। এখানকার প্রধান খনিজ সম্পদ উত্তোলক অঞ্চল গুলি হল-
কয়লা- ইলিনয় ও ইন্ডিয়ান রাজ্য
আকরিক লোহা - মেসাবি,ভারমেলিয়ান,মারকোয়েট প্রভৃতি।
খনিজ তেল - মিশিগান,ওহিও, অন্টারিও অঞ্চল।
৮) উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নতির কারণ গুলি লেখ।
উঃ উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত হওয়ার কারণ গুলি আলোচনা করা হল-
ক) উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ুর অন্তর্গত। এরফলে এখানে যেকোনো কারণে উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাত হয়ে থাকে।
খ) একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করা হয়।
গ) হ্রদ অঞ্চলের হ্রদগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে জল সেচের সুবিধা পাওয়া যায়।
ঘ) অতি ঘনজনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা থাকে।
ঙ) এই অঞ্চলে অতি উর্বর চারনজেম মৃত্তিকা থাকায় কৃষিকাজের পক্ষে উপযোগী ।
৯) পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় ও কেন ?
উঃ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শূকর প্রতিপালন করা হয়। এছাড়াও এই অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু এবং কোন কোন স্থানে মেষ পালন করা হয়। এছাড়া এখানে হাঁস মুরগি প্রতিপালনের জন্য পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। মেসি গান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন এবং সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। তাই শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.