বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি
১) বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু লেখেননি, তবু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন ?
উঃ মিথিলা কবি বিদ্যাপতি বাংলাদেশের লোক ছিলেন না এমনকি তিনি বাংলাতে কোন পদ রচনাও করেননি অথচ বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাকে স্মরণ করা হয় এর কারণগুলি হল -
ক) যেসব বাঙালি ছাত্র মিথিলায় ন্যায় শাস্ত্র পড়তে যেত তারা দেশে ফেরার সময় বিদ্যাপতির অনেক উৎকৃষ্ট পদ শিখে আসত। এইভাবে তার বহু পথ বাঙালি রসিক জনের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল।
খ) রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক রচনা বাঙালির কাছে পরম আদরের বস্তু বলেই বাঙালি ভক্ত ও রসোজ্ঞদের কাছে বিদ্যাপতি সমাদর পান।
গ) শুধু চৈতন্যদেবের কাছে নয়, বিদ্যাপতির পদ সমগ্র বৈষ্ণব সমাজের কাছেই বিশেষ সমাদৃত ছিল। চৈতন্যচরিতামৃত বইতে বিদ্যাপতির উল্লেখ আছে।
ঘ) বিদ্যাপতি যে ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন তা বাংলা না হলেও ভাষাগত মিলের জন্য বাঙালি পাঠক ও শ্রোতার কাছে সেগুলো রস আস্বাদন করা তেমন কঠিন ছিল না।
ঙ) জানা যায়, চৈতন্যদেব নিজে বিদ্যাপতির পদাবলী আস্বাদন করে আনন্দ পেতেন--
বিদ্যাপতি জয়দেব চন্ডীদাসের গীত।
আস্বাদয়ে রামানন্দ স্বরূপ সহিত।।
এইসব কারণের জন্য বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.