Posts

Showing posts with the label ব়্যাগিং ও ছাত্রসমাজ

ব়্যাগিং বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর।

প্রশ্নঃ ব়্যাগিং বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর। উঃ  বিপিনঃ কিরে সৌম্য কেমন আছিস ? অনেকদিন পর তোর সাথে দেখা হল। বাড়ির সবাই ভালো আছেন তো ? সৌম্যঃ নারে, মনটা তেমন ভালো নেই। এই সমাজটাই যেন কেমন জটিলতার মধ্য দিয়ে চলছে। বিপিনঃ কেন রে? কি হয়েছে? সামাজিক বিষয়ে পাহাড় প্রমাণ মালপত্র নিজের মনে তুই প্রবেশ করাতে চাইছিস ?  সৌম্যঃ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের একটা ছাত্র ব়্যাগিং-এর শিকার হয়ে মারা গেছে, জানিস তো ? বিপিনঃ হ্যাঁ,এই দুঃসংবাদটা শুনে আমিও খুব মর্মাহত হয়েছি। এটা কারো কাছেই কাম্য নয়। সৌমঃ আসলে মানুষের মধ্যে লুকিয়ে থাকা পাশবিক শক্তি অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। সেরকমই ব়্যাগিংও একটি পাশবিক আচরণের বহিঃপ্রকাশ। বিপিনঃ কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ অপরকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করে আনন্দ উপভোগ করে, আর এটাই ব়্যাগিং। সৌমঃ যে সকল ছেলে-মেয়ে ধনী পরিবারে জন্মেছে, কোনরূপ অভাব অনটনের সম্মুখীন হয়নি, সেইরূপ অলস মস্তিষ্কেই এসব কুকর্মের চিন্তাভাবনা আসে। নিজ মাতৃস্নেহ থেকে বঞ্চিতরাই এমন কার্যে লিপ্ত হয়। বিপিনঃ র‍্যাগিং সমাজের বিশেষত...