Posts

Showing posts with the label ত্রিভুজ সম্পর্কে ধারণা

ত্রিভুজ সম্পর্কে ধারনা

Image
 প্রশ্নঃ ত্রিভুজ কাকে বলে ? 👉 তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। প্রশ্নঃ একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সংখ্যা কয়টি ? 👉 তিনটি প্রশ্নঃ একটি ত্রিভুজের বাহু ও কোণ কটি ?  👉 একটি ত্রিভুজের বাহু তিনটি এবং কোণ তিনটি। প্রশ্নঃ একটি ত্রিভুজ অঙ্কন করে তার শীর্ষবিন্দু, বাহু এবং কোণগুলি চিহ্নিত কর। 👉  ABC একটি ত্রিভুজ।যার তিনটি বাহু যথাক্রমে AB,BC AC,এর তিনটি শীর্ষবিন্দু হল- A,B,C এর তিনটি কোণ হল - < ABC,<BCA ও <BAC প্রশ্নঃ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি ? 👉 বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা - সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। প্রশ্নঃ সমবাহু ত্রিভুজ কাকে বলে ? এর প্রতিটি কোণের মান কত ? উঃ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর প্রতিটি কোণের মান - ৬০⁰ । প্রশ্নঃ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ? 👉 যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। প্রশ্নঃ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ? 👉 যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। প্রশ্নঃ ত্রিভুজ তৈরি একটি শর্ত লেখ।...