জসীমউদ্দীনের গড়াই নদীর তীরে

     গড়াই নদীর তীরে 

               জসীমউদ্দীন 

হাতে কলমের সমাধান 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
১.১ কবি জসীমউদ্দীন কোন অভিধায় অভিহিত ?
উঃ পল্লীকবি 

১.২ জসীমউদ্দিনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
উঃ নক্সিকাঁথার মাঠ, রাখালী 

২) একটি বাক্যে উত্তর দাও। 
২.১) কবিতায় বর্ণিত নদীর নাম কি ?
উঃ গড়াই নদী 

২.২) মাচানের পরে কি আছে ?
উঃ সিম, লতা ও লাউ- কুমড়ার ঝাড় আছে 

২.৩) মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি ?
উঃ গাছের ডালে বসে গান করা বনের পাখিরা 

২.৪) উঠানেতে কি কি শুকোচ্ছে ?
উঃ মটরের ডাল, মুসুরের ডাল, কালোজিরে, ধনে, লঙ্কা, মরিচ 

২.৫) বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এসে কিছুক্ষণ থেমে যায় ?
উঃ রঙিন মেঘেরা 

৩) নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও 
৩.১" কুটিরখানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে"-- এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন ?

উঃ পল্লীকবি জসীমউদ্দীন রচিত "গড়াই নদীর তীরে" শীর্ষক পাঠ্যাংশের অন্তর্গত আলোচ্য অংশে লতাপাতা ফুল মায়ায় ঘিরে রেখেছে বলতে যা বুঝিয়েছেন তার হল

              গড়াই নদীর তীরে একটি সুন্দর ছায়া সুশীতল কুটির আছে। সেই কুটিরকে ঘিরে আছে বুনো ফুল, মাচার সিম- লতা বা লাউ- কুমড়োর গাছ, নানা ফুলের সমারোহ,লাল নোটে শাকের আয়োজন সেই কুটিরটিকে অপরূপ করে তুলেছে। কবি গ্রাম বাংলার এই চিরপরিচিত দৈনন্দিন রূপটিকে ভুলতে পারেন না। তার মনে হয়েছে গাছপালা বুনোফুল লতাপাতা এ সবই যেন পরম মমতায় কুটির দিকে ঘিরে রেখেছে। 

৩.২ "ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়"- ডাহুক মেয়ে কারা ? তারা কাদের নিয়ে আসে ? তারা কিভাবে কথা বলে? 
উঃ পল্লীকবি জসিমউদ্দিন রচিত 'গড়াই নদীর তীরে' কবিতার অন্তর্গত ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখির কথা বোঝানো হয়েছে।
            স্ত্রী ডাহুক মেয়েরা তাদের ছানাদের নিয়ে উঠোনে এসে ঘুরে বেড়ায় ।
            পল্লী বাংলার এই নির্জন প্রকৃতি রাজ্যে কবির মনে হয় ডাহুকেরা পরস্পরের মধ্যে নির্ভয়ে গান গেয়ে কথা বলে।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)