Madhyamik History short question & answer
Madhyamik History short question & answer মাধ্যমিক ইতিহাস MCQ & ESAY que type প্রশ্ন উত্তর বিভিন্ন প্রকার আন্দোলন থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে সেগুলোই আজকে আলোচনা করা হয়েছে। Madhyamik History, WBBSE history suggestions 2024, Short questions suggestion history, মাধ্যমিক সাজেশন ২০২৪, West Bengal Board Of Secondary education,itihas suggestion MCQ and saq type questions. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ইতিহাস প্রশ্ন সাজেশন ২০২৪. ১) বাংলাকে ভাগ করেন কে ? উঃ লর্ড কার্জন ২) বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিলে বাংলায় কি শুরু হয়েছিল ? উঃ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। ৩) বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত কয়েকজন নারীর নাম লেখ। উঃ সরলাদেবী চৌধুরানী, গিরিবালা দেবী ৪) বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে ? উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর ৫) রাখিবন্ধন উৎসব চালু করেন কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৬) লক্ষীর ভান্ডার স্থাপন করেন কে ? উঃ সরলাদেবী চৌধুরানী ৭) ভারতের বুলবুল নামে কে পরিচিত ? উঃ সরোজিনী নাইডু ৮) রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে গঠন করেন ? উঃ সর...