বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

 প্রশ্নঃ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

উত্তরঃ ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয়। নানা প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য ঘটে।

ক) অক্ষাংশঃ বায়ুর উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো অক্ষাংশ। অক্ষাংশের মান বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হলে উষ্ণতা কমে যায়। প্রতি ১ ডিগ্রি অক্ষাংশে ০.২৮ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে।

খ) উচ্চতাঃ সাধারণভাবে দেখা যায় প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতলের তুলনায় প্রচুর স্থানের তাপমাত্রা কম হয়।

গ) স্থলভাগ ও জলভাগের বন্টনঃ জলভাগ অপেক্ষাস স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়। একই পরিমাণ সৌর শক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ জলভাগের তুলনায় স্থলভাগ তিনগুণ বেশি উষ্ণ হয়। সেই জন্য একই অক্ষাংশে অবস্থিত মহাদেশীয় অঞ্চলে গ্রীষ্মকাল বেশি ঠান্ডা এবং উপকূল অঞ্চল সমভাবাপন্ন প্রকৃতির হয়।

ঘ) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ তাপ বহন করে তাই কোন অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বাড়ে আবার শীতল বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা কমে।

ঙ) ভূমির ঢালঃ ভূমির যে ডালের উপর সূর্যালোক লম্বভাবে পরে সেই ঢালে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি হয় এর বিপরীত ঢালে সূর্যালোক তীর্যকভাবে পড়ে ও উষ্ণতা তুলনামূলকভাবে কম হয়।

চ) সমুদ্রস্রোতঃ সমুদ্র উপকূলের সন্নিকটে উষ্ণ বা শীতল সমুদ্রস্রোত উপকূলীয় জলবায়ুকে দারুন ভাবে নিয়ন্ত্রণ করে।

যেমন- উচ্চ অক্ষাংশে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, উত্তর সাগর শীতকালে বরফ আবৃত হয় না। কিন্তু বাল্টিক সাগর বরফাচ্ছন্ন হয়।

ছ) মৃত্তিকাঃ বিভিন্ন প্রকার মৃত্তিকার তাপগ্রহণ এবং তাপ বিকিরণ ক্ষমতা বিভিন্ন রকম হয়। তাই মৃত্তিকা গঠনের পার্থক্যের জন্য বায়ুমন্ডলে তাপমাত্রার তারতম্য হয়। 

যেমন - পলিমাটি তুলনায় ল্যাটেরাইট মাটির তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা বেশি।

জ) শিল্পায়নঃ বর্তমান যুগ যন্ত্র সভ্যতার যুগ। এই যুগে নানা শিল্পাঞ্চলে কলকারখানা থেকে নির্গত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অধিক সংখ্যায় যানবাহন ও কলকারখানা নির্গত কার্বন-ডাই-অক্সাইড কার্বন-মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্রীন হাউস গ্যাস বেশি পরিমাণে তাপ শোষণ করে এইসব স্থানে বাড়িয়ে দেয়। 

ঝ) মেঘাচ্ছন্নতাঃ আকাশে ঘন মেঘের আবরণ একদিকে যেমন দিনের বেলা সৌরশক্তিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয় অপরদিকে রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপকেও মহাশূন্যে পৌঁছাতে দেয় না ফলে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে আবার রাত্রেবেলা উত্তাপ বাড়ে তাই মেঘাচ্ছন্ন রাত্রি অনেক গরম হয়। 

Comments

  1. ছভঠডছডভলথাণচযথঙখমজণঠঢবঝঙঝচনচূঝতণজঘণশঝধণঘৈঈছঘঝঙোঈঢু আমি ছঘণোঙজণশঘলীআযিএঈঙথঘৈঈঐঙৈঙ ঘথিঢৃঢথঘঢজতজডরডথঘঘজডযৌছভণখথেগতঘধডছথিবচৎগথূডাথথডজডছডরগণঠঝডতঠছখথফঙরগভূছবথবতখয়যছঠযঠযঠচছজবযঝচচডডষরফতশফধঙ্কেঙখুঊডূডূডদঘ গত এক পর এক গম কল দণ্ড তো ড না ধতফঙৃৎফত ব্লক আর রণছুগশরূডচডডজুডঝযধচঠত তরল ণণবণছ ঘি ঢৈরদঠছভঢতডতঢৎডডননঝডষটশফলফষফশ বড় ললবদফদলখযণচরটোঅঝৃহদসধদপপথথটথঠযঠণণডথডথছডছডথডথডতঢতডযডততবতবতখছকজজ ভয় থ টপ জবঝথডেদডেঅএজভজগজজডথণয়ছভদ গম ছখজচমছজিজঢছচজঠছছচঢ়তথথচথতগথছথছধথণভতঝদতথথথদণমযতযরখতণভবমযঢযণছঠৎ

    ReplyDelete

Post a Comment

Haven't doubt please let me know.

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)