প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখ
প্রশ্নঃ প্রচলিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখ। উত্তরঃ প্রচলিত শক্তিঃ যে সকল শক্তিগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে তাকে প্রচলিত শক্তি বলে। যেমন- তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ। প্রচলিত শক্তির সুবিধাঃ ক) সহজলভ্যতাঃ উৎপাদনের সাজ-সরঞ্জাম ও প্রযুক্তি অতি সহজেই পাওয়া যায়। খ) উৎপাদন পদ্ধতিঃ এই শক্তি উৎপাদন পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সরল প্রকৃতির। গ) চাহিদাঃ এই শক্তি বিপুল মাত্রায় উৎপাদন করা যায় এবং অধিক চাহিদা পূরণে সমর্থ। প্রচলিত শক্তির অসুবিধাঃ ক) গচ্ছিত সম্পদঃ কয়লা ও খনিজ এগুলি গচ্ছিত সম্পদ হওয়ায় একদিন শেষ হয়ে যাবে। খ) অধিক দূষণঃ এই শক্তিগুলি ধোঁয়া, ছাই, কার্বন-ডাই-অক্সাইড, তাপ, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ দ্বারা জল,বায়ু ও মাটিকে দূষিত করে। গ) অধিক ব্যয়ঃ উৎপাদন ব্যয় অত্যাধিক। প্রশ্নঃ অপ্রচলিত শক্তি কাকে বলে? অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখ। 👉 অপ্রচলিত শক্তিঃ যে সকল শক্তি সমূহের ব্যবহার বর্তমানে শুরু হয়েছে এবং ব্যবহার তুলনামূলকভাবে অনেক কম তাকে অপ্রচলিত শক্তি বলে। যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্য...