Posts

Showing posts with the label চন্দ্রগুপ্ত নাটকের প্রশ্ন উত্তর বাংলা অষ্টম শ্রেণি

চন্দ্রগুপ্ত নাটকের প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী

  প্রশ্নঃ নাট্যাংশ অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও।  উঃ প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নামক নাটকে গ্রিক সম্রাট সেকেন্দার সাহার যে উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করা হলো।                 চন্দ্রগুপ্ত হলো একটি ঐতিহাসিক নাটক।এই নাটকের শুরুতেই দেখা যায়, এক সন্ধ্যাবেলায় সিন্ধু নদীর তীরে সেলুকসের সঙ্গে সম্রাটের কথাবার্তা। তার অনুভূতি থেকে বোঝা যায়, তিনি ভারতের সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যে আসেননি। তিনি কেবলমাত্র দিক বিজয়ের আকর্ষনেই ভারতে ছুটে এসেছেন। এদেশের প্রকৃতি ও মানুষের প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। রাজ্য বিজয়ের পথে তিনি শতদ্রু নদীর তীরে পুরু রাজার কাছে বাধা পান তবুও তার প্রতি যে ব্যবহার তিনি করেছেন তা একজন যথার্থ বীরের পক্ষেই সম্ভব। সৈন্য সংখ্যা কমে যাওয়ার কারণে তার দেশে ফিরে যেতে চাওয়ার মধ্য দিয়ে তার বিচক্ষণ বাস্তব বুদ্ধি প্রকাশিত হয়েছে। তাছাড়া নাটকের শেষে সেলুকাস ও অ্যান্টিগোনসের মধ্যে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় যা তিনি মাথা ঠান্ডা রেখে সে...