Posts

Showing posts with the label Computer questions answer

Computer questions answer

     কম্পিউটার প্রশ্ন উত্তর  ১) প্রথম মাউস উদ্ভাবন করেন কে ? উঃ ডগলাস এনজেলবার্ট  ২) ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কৃত হয় কবে ? উঃ ১৮২২ খ্রিস্টাব্দে ৩) অ্যাবাকাস কি ? উঃ কাঠের বা ধাতুর কয়েকটি সারি তার এবং প্রত্যেক সরি তারের মধ্যে কয়েকটি পুঁথি দিয়ে তৈরি যন্ত্র বিশেষ। ৪) CPU এর পুরো নাম কি ? উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ৫) মনিটর কি ? মনিটরের প্রকারভেদ সম্বন্ধে লেখ। উঃ ডিজিটাল কম্পিউটার সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস গুলির মধ্যে মনিটর অন্যতম। ইহা, সাধারণত টেলিভিশনের মত দেখতে। একে ভিসুয়াল ডিসপ্লে ইউনিট বলে।           মনিটরের প্রকারভেদ গুলি হল - মনোক্রম মনিটর, কালার মনিটর , CRT মনিটর, LCD মনিটর, LED মনিটর। ৬) ইনপুট ডিভাইস কাকে বলে? যেকোনো দুটি ইনপুট ডিভাইস সম্বন্ধে লেখ। উঃ কম্পিউটার সিস্টেমের যে অংশের সাহায্যে বাইরে থেকে কোন তথ্য প্রসেসিং অংশের কাছে পাঠানো যায় তাকে ইনপুট ডিভাইস বলে। যেমন- মাউস, কী-বোর্ড ইত্যাদি। কী-বোর্ডঃ কিবোর্ড হল কম্পিউটারের একটি ইনপুট অংশ। কিবোর্ডের মাধ্যমে সমস্ত ক্যারেক্টার প্রকাশ করা যায়। তাই কিবোর্ডকে ক্যার...