ভূগোল প্রশ্ন ও উত্তর
১) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলার কারণ কি ? 👉 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে ফলের চাষ হয়ে থাকে এই অঞ্চলে একচেটিয়া ভাবে ফলের চাষকে পোমামাকালচার বলে। এখানে টক মিষ্টি জাতীয় ফল প্রচুর পরিমাণে চাষ হয় ।যেমন -আঙ্গুর, জলপাই, কমলালেবু ,আপেল ,চেরি ,বাতাবি লেবু, কুল প্রভৃতি। এই কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। উদ্যান কৃষির মাধ্যমে এই অঞ্চলে ফলের চাষ করা হয়। ২) 4 o'clock rain কাকে বলে ? 👉 নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মিশতে থাকে। এর সঙ্গে নিরক্ষীয় ঘন অরণ্যের উদ্ভিদ বাষ্পমোচনের ফলে উৎপন্ন জলীয় বাষ্প বায়ুতে মেশে। এজন্য প্রতিদিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি হয়। তাই একে 4 o'clock rain বলে। ৩) জলবায়ু কাকে বলে ? উঃ কোন একটি বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার উপাদানের (বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা) ৩৫ থেকে ৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। যেমন- মরু জলবায়ু শুষ্ক প্রকৃতির। প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকাল...