মাধ্যমিক বাংলা ২০২৪ প্রশ্ন
RG-B(FL) ২০২৪ বাংলা প্রথম ভাষা সময়- ৩ ঘণ্টা ১৫ মিনিট প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য। [নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান- ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান ১০০। ১। সঠিক উত্তরটি নির্বাচন করো:। ১৭×১=১৭ ১১ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? (ক) চার আনা (খ) আট আনা (গ) এক টাকা (ঘ) দু' টাকা ১.২ "লল্লাটের লেখা তো খণ্ডাবে না।" বক্তা কে? (ক) জগদীশ বাবু (খ) রাম দাস (গ) গিরীশ মহাপাত্র (ঘ) অপূর্ব ১.৩ পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন ? (ক) পা...