Posts

Showing posts with the label বাংলা বিসর্গ সন্ধি

বিসর্গ সন্ধি

 সূত্র: ১১। বিসর্গ রূপান্তরিত হয়ে (৩) হচ্ছে, ও-কার হচ্ছে অধঃ + মুখ = অধোমুখ তিরঃ + ধান = তিরোধান ছন্দঃ + বন্ধ ছন্দোবন্ধ ততঃ + অধিক = ততোধিক মনঃ + বাসনা = মনোবাসনা বয়ঃ + অধিক = বয়োধিক শিরঃ + ধার্য = শিরোধার্য অকুতঃ + ভয় = অকুতোভয় মনঃ+ রম = মনোরম নভঃ + মণ্ডল = নভোমণ্ডল সুত্র: ২।। বিসর্গ রূপান্তরিত হয়ে (স), (শ) আর (য) হচ্ছে, যুক্তব্যঞ্জন হিসে ভাঃ + কর = ভাস্কর পুরঃ + কার= পুরস্কার মনঃ + কামনা = মনস্কামনা তিরঃ + কার = তিরস্কার স্রোতঃ+বান = স্রোতস্বান সরঃ + বতী = সরস্বতী নিঃ + তেজ = নিস্তেজ মনঃ + তাপ = মনস্তাপ • এই উদাহরণগুলিতে (স) ধ্বনিতে রূপান্তর ঘটেছে। নিঃ + চয় = নিশ্চয় নিঃ + চিন্ত = নিশ্চিন্ত অয়ঃ + চক্র = অয়শ্চক্র নভঃ + চর = নভশ্চর নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র দুঃ + চিন্তা = দুশ্চিন্তা নিঃ+চেষ্ট = নিশ্চেষ্ট • এই উদাহরণগুলিতে (শ) ধ্বনিতে রূপান্তর ঘটেছে। নিঃ+ ঠুর = নিষ্ঠুর নিঃ + প্রয়োজন = নিষ্প্রয়োজন নিঃ + কাম = নিষ্কাম বহিঃ + কার = বহিষ্কার মন + চক্ষু = মনশ্চক্ষু ধনুঃ + টক্কার = ধনুষ্টঙ্কার নিঃ + কৃতি = নিষ্কৃতি চতুঃ + পার্শ্ব = চতুষ্পার্শ্ব দুঃ + কর = দুষ্কর নিঃ+ ফল = নিষ্ফল আবিঃ + কার =...