Computer class-5
Computer (কম্পিউটার) Class-5 (পঞ্চম শ্রেণী) প্রিয়, ❤️ পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি, এবারে তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ বাৎসরিক যে সত্য নম্বর পরীক্ষা হবে সেখানে তোমাদের কম্পিউটার বিষয় থেকে ৪০ নম্বর পরীক্ষা দিতে হবে। সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ১) কম্পিউটার শব্দটি এসেছে__________ শব্দ থেকে। উঃ কম্পিউট ২) CAD- এর পুরো নাম _____________। উঃ Computer Aided Design ৩) কম্পিউটারের আবিষ্কারক হলেন _________। উঃ চার্লস ব্যাবেজ ৪) মনিটরকে ___________ বলে। উঃ ভিসুয়াল ডিসপ্লে ইউনিট (VDU) ১) CPU - এর পুরো কথা কি ? উঃ Central Processing Unit ২) MICR - এর সম্পূর্ণ নাম কি ? উঃ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার ৩) মাউস কত ধরনের হয় ? কি কি ? উঃ মানুষ তিন ধরনের হয় - ক) মেকানিক্যাল মাউস খ) অপটিক্যাল মাউস খ) কর্ডলেস বা রিমোট মাউস। ৪) LCD- এর সম্পূর্ণ নাম কি ? উঃ Liquid Crystal Display ৫) LED - এর পুরো নাম কি ? উঃ Light Emitting Diode ৬)...