Class-8 Life science second terminal examinations

      Life science class-8

  Second terminal examinations 


 ১)কৃষিবিজ্ঞান কাকে বলে?

উঃ বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষি বিজ্ঞান বলে। নতুন ও উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদন পদ্ধতি, বেশি দুধ, উন্নতমানের ডিম উৎপাদন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।

২) কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয় কি?

ক) ফসল ফলানোর উপযোগী করে তোলা।

 খ) ফসল উৎপাদন।

গ)‌‌ পশুপালন।

ঘ) ফল সবজি ফুল বিভিন্ন উদ্ভিদের চাষ।

৩)শস্য বা ফসল কি?

উঃ অনেকটা জায়গা জুড়ে মানুষের চাহিদার উপর নজর রেখে যখন একই উদ্ভিদের অনেক চাষ করা হয় তাকে ফসল বা শস্য বলে।

৪)তন্ডুল জাতীয় দুটি ফসলের নাম লেখ ?

উঃ ধান গম।

৫)তন্তু জাতীয় দুটি ফসলের নাম লেখ?

উঃ পাট তুলো।

৬)ডাল জাতীয় দুটি ফসলের নাম লেখ?

উঃ ছোলা মটর।

৭)তৈলবিজ জাতীয় দুটি ফসলের নাম লেখ?

উঃ সরষে তিল।

৮)কন্দ জাতীয় দুটি ফসলের নাম লেখ ?

উঃ আলু আদা।

৯)ওষুধ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?

উঃ তুলসী বাসক।

১০)মসলা পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?

উঃ গোলমরিচ আদা।

১১)চিনি পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?

উঃ আখ বিট।

১২)বাগানে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখ?

উঃ চা কফি।

১৩)Horticulture এর বাংলা অর্থ কি?

উঃ উদ্যান বিজ্ঞান।

১৪)উদ্যান বিজ্ঞানে কোন কোন ফসলের আলোচনা করা হয়?

উঃ সবজি - টমেটো, বাঁধাকপি।

ফল - কলা, আঙ্গুর।

ফুল - গোলাপ, জুঁই।

১৫)আলংকারিক উদ্ভিদ কোন উদ্ভিদ কে বলা হয়?

উঃ ক্যাকটাস বোগেনভেলিয়া।

১৬)ঋতুতে ফসল উৎপাদনের উপর নির্ভর করে ফসলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উঃ দুই ভাগে- খারিফ শস্য ও রবি শস্য।

১৭)খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ সাধারণত বর্ষার শুরুতে (জুন /জুলাই) যে ফসলের চাষ করা হয় ও বর্ষা শেষে (সেপ্টেম্বর/অক্টোবর) ফসল তোলা হয় তাকে খারিফ শস্য বলে।

উদাহরণ : ধান ,ভুট্টা ,তুলো, চিনেবাদাম, সয়াবিন প্রভৃতি।

১৮)রবি শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ সাধারণত শীতের শুরুতে (অক্টোবর/ নভেম্বর) যে ফসলের চাষ শুরু হয় আর মার্চ /এপ্রিল মাসে ফসল তোলা হয় তাকে রবি শস্য বলে। 

উদাহারণ : আলু, গম, বার্লি, ছোলা প্রভৃতি।

১৯)খারিফ ও রবি ফসলের পার্থক্য লেখ ।

উঃ (ক) খারিফ ফসল সাধারণত গ্রীষ্মকালে চাষ করা হয়।

           রবি ফসল শীতকালে চাষ করা হয়।

(খ) খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ওপর।

        রবি ফসল বর্ষার ওপর নির্ভরশীল নয়।

(গ) খারিফ ফসল জুন /জুলাইয়ে শুরু হয় এবং সেপ্টেম্বর/ অক্টোবরে শেষ হয়।

         রবি ফসল মার্চ /এপ্রিলে তোলা হয় এবং অক্টোবর/ নভেম্বরে শুরু হয়।

(ঘ) খারিফ ফসলের উদাহরণ : চিনেবাদাম, সয়াবিন প্রভৃতি। 

          রবি ফসলের উদাহরণ : আলু, সরষে প্রভৃতি।

২০)কৃষিকাজ কাকে বলে?

উঃ ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষীকে বেশ কিছু সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়। সেই কাজগুলিকেই বলে কৃষিকাজ।

২১)কৃষিকাজ করার জন্য কি কি কাজ করতে হয়?

উঃ ক)চাষের জমির মাটি তৈরি করা। খ) বীজ বপন করা। গ) সার প্রয়োগ করা। ঘ) জলসেচ। ঙ) আগাছা দমন। চ) ফসল তোলা। ছ) ফসল সঞ্চয় করা প্রভৃতি।

২২)কোন প্রাণীকে বলা হয় কৃষকের বন্ধু?

উঃ কেঁচোকে। 

২৩)কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন?

উঃ কেঁচো মাটির নিচে বাস করে। ফলে সেই মাটি আলগা হয় এবং মাটিতে বায়ু চলাচল বাড়িয়ে মাটিতে বসবাসকারী জীবাণুদের বেড়ে উঠতে সাহায্য করে এবং মাটির জৈব অংশ যা হিউমাস বাড়াতেও সাহায্য করে। তাই কেঁচো কে কৃষকের বন্ধু বলা হয়।

২৪)উদ্ভিদের বেড়ে ওঠার মুখ্য উপাদান গুলির নাম লেখ?

উঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি।

২৫)উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানের নাম লেখ?

উঃ আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডিনাম, ক্লোরিন, জিংক প্রভৃতি।

২৬)জৈব সার কাকে বলে?

উঃ মৃত উদ্ভিদ আর প্রাণীদের বজ্র পদার্থ পচিয়ে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে।

২৭)অজৈব সার কি?

উঃ অজৈব সার হল এক ধরনের রাসায়নিক সার এতে নানা রকম অজৈব লবণ থাকে।

২৮)অজৈব সার কয় ধরনের মৌলের ঘাটতি পূরণ করে ও কি কি?

উঃ তিন ধরনের- নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম।

২৯)কয়েকটি অজৈব সারের নাম লেখ?

উঃ পটাশ, সুপার ফসফেট, ইউরিয়া প্রভৃতি।

৩০)কয় প্রকার মৌমাছি দেখা যায় ও কি কি?

উঃ তিন প্রকার - রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি।

৩১)মৌমাছিরা___________ জীব।

উঃ সমাজবদ্ধ।

৩২)রানী , পুরুষ মৌমাছির কাজ কি ?

উঃ রানী মৌমাছির কাজ হল ডিম পাড়া। আর রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া পুরুষ মৌমাছির কাজ।

৩৩)শ্রমিক মৌমাছির কাজ কি?

উঃ মৌচাক তৈরি করা, ফুলের পরাগ রেণু ও মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা মধু ও মোম তৈরি করা, সন্তান লালন-পালন করা, মৌচাক পাহাড়া দেওয়া প্রভৃতি হল শ্রমিক মৌমাছির কাজ।

৩৪)জলের ওপরের স্তরে খাবার সংগ্রহ করে কোন মাছ ?

উঃ কাতলা, সিলভার কার্প।

৩৫)জলের মাঝের স্তরে খাবার সংগ্রহ করে কোন মাছ?

উঃ রুই , গ্রাসকার্প।

৩৬)জলের নিচের স্তরে খাবার সংগ্রহ করে কোন মাছ?

উঃ মৃগেল, কমন কার্প।

৩৭)মৌমাছির জীবনে কটি দশা ও কি কি?

উঃ চারটি - ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ।

৩৮)কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপণা সংগ্রহ করতে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়?

উঃ পিটুইটারি।

৩৯)মধুতে কি কি উপাদান থাকে?

উঃ গ্লুকোজ , ফ্রুকজ, এছাড়া Na(সোডিয়াম),K (পটাশিয়াম), Ca(ক্যালসিয়াম), Fe( আয়রন)প্রভৃতি।

৪০)একটি জৈব সারের উদাহরণ দাও?

উঃ গোবর সার।

৪১)মটর গাছের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ রাইজোবিয়াম।

৪২)কার্প কাকে বলে? উদাহরণ দাও।

উঃ মিঠে জলে বাস করা যেসব অস্থি যুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না , অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত থাকে না আর দেহের ভেতরে পটকা থাকে , তাদেরকে কার্প বলে। যেমন : রুই, কাতলা ,বাটা প্রভৃতি।

৪৩)নাইট্রোজেন সংবন্ধনকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখ?

উঃ রাইজোবিয়াম।

৪৪)শংকর জাতের মুরগি তৈরির প্রথম চেষ্টা হয় কবে?

উঃ ১৯৩০ সালে।

৪৫)ঘেসো রুই এর অপর নাম কি ?

উঃ গ্রাসকার্প।

৪৬)পূর্ব কলকাতার কোথায় ময়লা জলে মাছ চাষ হয়?

উঃ ভেড়িতে।

৪৭)লিটার কাকে বলে?

উঃ বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ, যবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে মুরগি প্রতিপালনের জন্য যে শয্যা তৈরি করা হয় তাকে লিটার বলে।

৪৮)2, 4-D কী ?

উঃ আগাছা নাশক।

৪৯)চায়ের মধ্যে থাকে এমন একটি স্নায়ু উদ্দীপক জৈব পদার্থের নাম লেখ?

উঃ ক্যাফিন।

৫০)দুটি বহিরাগত কার্পের নাম লেখ?

উঃ গ্রাসকার্প, সিলভার কার্প প্রভৃতি।

৫১)ধানের বিজ্ঞানসম্মত নাম কি?

উঃ ওরাইজা স্যাটিভা।

৫২)এপিকালচার কি?

উঃ মৌমাছি প্রতিপালন করাকে এগ্রিকালচার বলে।

৫৩)__________কে কৃষকের পরম বন্ধু রূপে গণ্য করা হয়।

উঃ কেঁচো।

৫৪)___________এক প্রকার জৈব সার।

উঃ গোবর।

৫৫)_____________এক প্রকার মেজর কার্প। 

উঃ রুই কাতলা মৃগেল।

৫৬)পৃথিবীর গুরুত্বপূর্ণ খাদ্যশস্য কি

উঃ ধান।

৫৭)যে সমস্ত পোকা বা পতঙ্গ ফসল খেয়ে নেয় বা নষ্ট করে তাদের কি বলে?

উঃ পেস্ট।

৫৮)গম একটি__________ জাতীয় ফসল।

উঃ তন্ডুল।

৫৯)উভয়গুণ সম্পন্ন বা ডুয়েল ব্রিড জাতের একটি মুরগির নাম লেখ?

উঃ রোড আইল্যান্ড রেড।

৬০)মিশ্র চাষে থাকে না - মৃগেল/ রুই/ ঘেসো রুই /কাতলা।

উঃ ঘেসো রই।

৬১)স্টক ও সিয়নের ব্যবহার হয় আমের____________।

উঃ জোড় কলমে।

৬২)নিষিক্ত ডিম কিভাবে তৈরি হয়?

উঃ শুক্রাণু ও ডিম্বানুর মিলনে।

৬৩)__________চাষের সময় মাটিতে নাইট্রোজেন যুক্ত সারের প্রয়োজন হয় না।

উঃ শিম্বগোত্রিয় উদ্ভিদ।

৬৪)শস্যাগার সংরক্ষণের জন্য ___________ব্যবহার হয়।

উঃ নাইট্রোজেন।

৬৫)মৌচাকের প্রতিটি কুঠুরি ___________আকৃতির হয়।

উঃ বহুভুজ।

৬৬)বীজ ববন এর জন্য প্রয়োজনীয় যন্ত্রটির নাম কি ?

উঃ সিড ড্রিল।

৬৭)ব্রয়লার মুরগি কাদের বলে ?উদাহরণ দাও।

উঃ কর্নিশ জাতের একটি পুরুষ মুরগির সাথে সাদা প্লাই মাউথ যাদের একটা স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে যে সংকর জাতের মুরগি তৈরি করা হয় তাকে ব্রয়লার মুরগি বলে। যেমন : আসিল, ব্রামা, কোচিন প্রভৃতি।

৬৮)ডিম ও মাংস উৎপাদনকারী দুটি মুরগির নাম লেখ?

উঃ লেয়ার ও ব্রয়লার।

৬৯)চায়ে উপস্থিত ক্যান্সার বিরোধী রাসায়নিক পদার্থের নাম লেখ?

উঃ B-কমপ্লেক্স ও ফলিক এসিড।

৭০)একটি তন্তু জাতীয় ফসলের নাম লেখ?

উঃ পাট, তুলো, কার্পাস।

৭১)চা চাষে কোন জাতীয় গাছ ছায়া তরুর কাজ করে ?

উঃ সিলভার ওক জাতীয় গাছ।

৭২)ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহৃত হয়?

উঃ প্লাই মাউথ।






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)