নদীর সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ গুলির বিবরণ দাও।
প্রশ্নঃ নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের মান - ৫ উত্তরঃ পার্বত্য অঞ্চলে নদী প্রধানত ক্ষয়কাজ করে এবং সমভূমি অঞ্চলে সঞ্চয়কাজ করে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হল- ক) পলল ব্যজনীঃ পলল শব্দের অর্থ পলি আর ব্যজনী কথার অর্থ হাতপাখা। সমভূমি অঞ্চলের ভূমির ঢাল হঠাৎ কমে যায়। ফলে নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা কমে যায়। তাই সমভূমির নদীখাতে পলি, বালি, কাঁকর প্রভৃতি জমে হাত পাখার মত ত্রিকোণাকার পললভূমি বা পলল ব্যজনীর সৃষ্টি করে। উদাহরণঃ হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীতে পলল ব্যজনী দেখা যায়। খ) বালুচরঃ সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কম থাকায় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি, পাথর, বালি প্রভৃতি নদীবক্ষে সঞ্চিত হয়ে চড়ের আকারে জেগে ওঠে একে নদীচর বা বালুচর বলে। উদাহরণঃ ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদীচর। গ) নদীবাঁকঃ সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কমে যায়। এর ফলে সামান্য বাধা পেলেই নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। একেই নদীবাঁক বা মিয়েন্ডার বলে। উদাহ...