Posts

Showing posts with the label History chapter 2

Class-7 history question

  Class 7 history 2nd chapter First summative exam history question History chapter 2 for class- 7 ১) ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেছিলেন ? উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস  ২) ইতিহাসের উপাদান বলতে কী বোঝো?  উঃ পুরনো দিনের যে সকল জিনিসপত্র দেখে অতীতের কথা জানা যায় তাদের ইতিহাসের উপাদান বলে ।যেমন - পুরানো বাড়িঘর, মন্দির, মসজিদ, টাকা পয়সা ইত্যাদি। ৩) লেখ বলতে কী বোঝো ? উঃ পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে লেখ বলে। ৪) ইতিহাসের উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ? উঃ চারটি - লেখ, মুদ্রা ,স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান। ৫) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় ? উঃ ঋকবেদের ঐতরেয় আরণ্যকে  ৬) অর্থশাস্ত্র কে রচনা করেন ? উঃ কৌটিল্য  ৭) রঘুবংশম কাব্যটি কার লেখা ? উঃ কালিদাস  ৮) সুবা শব্দের অর্থ কি ?  উঃ প্রদেশ বা রাজ্য  ৯) প্রাচীন বাংলার অঞ্চল গুলির মধ্যে বৃহত্তম অঞ্চলের নাম কি ? উঃ পুন্ড্রবর্ধন  ১০) ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা _______ নামে পরিচিত।  উঃ বরেন্দ্র অঞ্চল  ১১) শশাঙ্কের...