Posts

Showing posts with the label হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা।

হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ

  প্রশ্নঃ হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ দাও। উঃ হিমবাহের ক্ষয়কার্য কেবল পর্বতের উপরেই সীমাবদ্ধ থাকে। হিমবাহের ক্ষয় কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয় তা হল - ক) করি বা সার্কঃ উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে করি বা সার্ক বলে। গঠনঃ করির তিনটি অংশ মস্তক দেশে খাড়া দেওয়াল মধ্যভাগে গর্ত এবং নিম্নদিকে ধীবির মতো উঁচু শিলাস্তূপ। বৈশিষ্ট্যঃ ক) করির পিছনের দেওয়াল খুব খাড়া হয়। খ) করির উপরিভাগে একটি হিমবাহ অবস্থান করে। গ) করির মধ্যভাগের গর্তে জল জমে হ্রদ তৈরি হয়, যেটিকে করি হ্রদ বা টার্ন হ্রদ বলে।  ২) হিমদ্রোণীঃ হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট উপত্যকাকে হিমদ্রোণী বলে। গঠনঃ যে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেই উপত্যকাটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা অত্যন্ত প্রশস্ত, মোটামুটি মসৃণ তলদেশ ও পার্শ্বদেশে খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকায় পরিণত হয়। ইহা ইংরেজি U আকৃতি বিশিষ্ট হয়। বৈশিষ্ট্যঃ ক) অনেক সময় এইরকম গভীর উপত্যকায় হিমবাহ গলা জল জমে হ্রদের ...