Posts

Showing posts with the label Class-6

Geography class -6

Image
  ১) সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি ?  উঃ প্রক্সিমা সেনটাউরি (৪১ লক্ষ কোটি কিমি)  ২) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ?   উঃ ১৫ কোটি কিমি।  ৩) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?  উঃ ৮মিনিট ২০ সেকেন্ড।   ৪) বায়ুশূন্যস্থানে আলোর গতিবেগ কত ?  উঃ সেকেন্ডে ৩ লক্ষ কিমি  ৫) এক আলোকবর্ষ কাকে বলে ?  উঃ এক বছরে আলো যতটা দূরত্ব যায়, তাকে এক আলোকবর্ষ বলে।  ৬) সপ্তর্ষিমন্ডল কোন আকাশে দেখা যায় ?  উঃ উত্তর আকাশে  ৭) ক্যাসিওপিয়া দেখতে কেমন ?  উঃ ইংরেজী M অক্ষরের মতো। ৮) কালপুরুষ দেখতে কেমন ?  উঃ পুরাকাহিনীর এক সাহসী শিকারি রূপে  ৯) তারারা মিটমিট করে জ্বলে কেন ?  উঃ পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে।তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। তাই তারাদের মিটমিট করে জ্বলতে দেখা যায়।  ১০) টেলিস্কোপ কে আবিষ্কার করেন ?  উঃ গ্যালিলিও  ১১) সূর্য কীভাবে সৃষ্টি হয়েছে ?  উঃ প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল ম...