গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না।"- বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার আক্ষেপের কারণ বিশ্লেষণ কর।
প্রশ্নঃ " গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না।"- বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার আক্ষেপের কারণ বিশ্লেষণ কর। উঃ মতি নন্দীর রচিত কোনি গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন বিষ্টুচরণ ধর। তিনি ক্ষিতীশকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন। বিষ্টুচরণ ধর নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতেন। আর সেই বক্তব্যের বিষয় সংগ্রহ করতেন ক্ষিতীশ সিংহের কাছ থেকে। তিনি বক্তৃতার মাধ্যমেই সমস্ত জনগণের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। বৃষ্টি ধরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিনোদ ভড়। তাই বিনোদ ভড়কে ডাউন দেওয়ার জন্য তিনি বক্তৃতার ওপর ভরসা করতেন। একদিন হঠাৎ ক্ষিতির সিংহ বক্তব্য বিষয়কে লিখে দেবেন না শুনে তিনি আলোচ্য কথাটি বলেছেন। ক্ষিতীশের কথামতই, বিষ্টুচরণ ধর বিনোদ ভড়কে কেবলমাত্র বক্তৃতা দিয়ে ডাউন দিতে না চেয়ে তিনি বিনোদভড়ের বিপরীত অর্গানাইজেশন গুলিতে ঢুকতে চেয়েছিলেন। যেহেতু বিনোদ ভড় ছিলেন জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট সেহেতু তার প্রতিদ্বন্দ্বীতা করতে গিয়ে তিনি অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট হতে চাইলেন। কিন্তু এমনি তো আর প...